
মহামারীর পরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে দল। পাকিস্তান সফরের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দুই বছর পরে স্কোয়াডে ফিরেছেন ব্লেজিং মুজারাবানি। জিম্বাবুয়ে এই সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে।
২০১৮ সালে জিম্বাবুয়ে ক্রিকেট ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মুজারাবানি। জিম্বাবুয়ের পক্ষে একটি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরে নর্দানটম্পশায়ারের পক্ষে খেলতে চলে গিয়েছিলেন এই পেসার। পাকিস্তান সফরের জন্য শনিবার (১০ অক্টোবর) ঘোষিত স্কোয়াডে আবার জায়গা জিম্বাবুয়ে দলে ফিরেছেন মুজারাবানি।
চামু চিবাবার অধিনায়কত্বে ২০ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে আছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, শেন উইলিয়ামস, ক্রেইগ আরভিনরা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফারাজ আকরাম ও মিল্টন সুম্বা।
আগামী ১৯ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে হারারে থেকে যাত্রা শুরু করবে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ অক্টোবর ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ নভেম্বর।
জিম্বাবুয়ে স্কোয়াড : চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চেরি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকাময়ে, ওয়েসলি মাধিভের, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ট্রিপানো, শেন উইলিয়ামস।
একনজরে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের সূচি
ওয়ানডে সিরিজ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৩০ অক্টোবর ২০২০ | ১ম ওয়ানডে | মুলতান |
১ নভেম্বর ২০২০ | ২য় ওয়ানডে | মুলতান |
৩ নভেম্বর ২০২০ | ৩য় ওয়ানডে | মুলতান |
টি-টোয়েন্টি সিরিজ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৭ নভেম্বর ২০২০ | ১ম টি-টোয়েন্টি | রাওয়ালপিন্ডি |
৮ নভেম্বর ২০২০ | ২য় টি-টোয়েন্টি | রাওয়ালপিন্ডি |
১০ নভেম্বর ২০২০ | ৩য় টি-টোয়েন্টি | রাওয়ালপিন্ডি |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।