Scores

আবার নতুন বোলিং অ্যাকশন নিয়ে হাজির তাইজুল

করোনার পর রীতিমত চমক নিয়ে হাজির হন তাইজুল ইসলাম। নিজের স্বভাবজাত বোলিং অ্যাকশন বদলিয়ে নতুন অ্যাকশনে বল করা শুরু করেন এই বাঁহাতি স্পিনার। সেই অ্যাকশন ছিল অনেকটা ড্যানিয়েল ভেট্টোরির মতো। কয়েকদিনের ব্যবধানে আবার নতুন আরেকটি অ্যাকশন নিয়ে হাজির হয়েছেন তিনি।

কোভিড-১৯ এর জেরে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ক্রিকেটাররা। সেই সময় নিজেদের মতো করে ফিটনেস আর স্কিল ট্রেনিং করেছেন খেলোয়াড়রা। করোনার পর টাইগার ক্রিকেটাররা মাঠে ফিরলে দেখা যায়, নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন তাইজুল। অনেকটা নিউজল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ভেট্টোরির মতো বল করছেন তিনি।

Also Read - প্রতিদান দেওয়া এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব : সাকিব


সেই অ্যাকশন নিয়ে সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে খেলেছেন তাইজুল। তবে এই টুর্নামেন্ট শেষ হতেই ভিন্ন আরেক অ্যাকশন নিয়ে হাজির তিনি। বর্তমানে নেটে বোলিং করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের এই স্পিনার। সেখানেই দেখা গেলো, তার নতুন বোলিং অ্যাকশন।

নেটে তাইজুলকে দিকনির্দেশনা দিচ্ছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। হাতের ইশারায় তাইজুলের নতুন অ্যাকশনের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন তিনি। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হওয়া সালাহউদ্দিনের কাছে জানতে চাওয়া হয় তাইজুলের অ্যাকশন পরিবর্তনের কারণ।

জবাবে সালাহউদ্দিন বলেন, ‘এটা তাইজুলের যে কোচ আছে সোহেল ইসলাম, উনিই সব দেখতেছে। তারা দুজনেই আলোচনা করতেছে এর বাইরে কিছু না। কারণ সোহেল ওকে (তাইজুল) ভালোভাবে চেনে। ওর অ্যাকশনে কি সমস্যা হচ্ছে না হচ্ছে বোঝে।’

‘ওর সাথে দীর্ঘদিন কাজ করতেছে, ওর ছোটবেলার কোচ। আমার মনে হয় এটা সোহেলের উপর ছেড়ে দেওয়া উচিৎ। আমি সহেলের সাথে আলোচনা করি সে আমার ছোট ভাইয়ের মত। আমরা দুজনেই আলোচনা করছি কি করা যায়, না করা যায়।’– যোগ করেন তিনি।

ঘনঘন অ্যাকশন পরিবর্তনে মানিয়ে নিতে পারবেন তাইজুল? সালাহউদ্দিন জানান, ‘এটা তো আমি বলতে পারবো না। তাইজুল ভালো বলতে পারবে, সোহেলও ভালো বলতে পারবে। আমি আসলে বাইরের লোক, আমার বলা উচিৎ হবে না। কিন্তু এটা হয়তো অনেক সময় খেলোয়াড়রা বাড়তি সুবিধার জন্য করে থাকে। এখন এটা ঠিক হয়েছে কীনা সেটা সোহেল ভালো বলতে পারবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

তাইজুল-সানজামুলের ঘূর্ণি জাদুতে ‘৪ সেশনেই’ জিতল রাজশাহী

স্পিনারদের দাপটের দিনে পিনাকের সেঞ্চুরি

তামিমের উড়ন্ত শুরুর পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের

প্রথম দিনে সমানে সমান লড়াই

প্রথম সেশনে ক্যারিবীয়দের দাপট