██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আমরা এখন ভালো অবস্থানে রয়েছি : জাইসওয়াল

অশ্বিন-জাদেজার ব্যাটিং উপভোগ করেছেন ড্রেসিংরুমের সবাই।

আমরা এখন ভালো অবস্থানে রয়েছি : জাইসওয়াল

আমরা এখন ভালো অবস্থানে রয়েছি : জাইসওয়াল

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-09-19T21:17:07+06:00

আপডেট হয়েছে - 2024-09-19T22:03:29+06:00

চেন্নাই টেস্টে শুরুতে বেশ বিপাকে পড়ে গিয়েছিল ভারতবাংলাদেশের পেসার হাসান মাহমুদের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় টিম ইন্ডিয়া। তবে শেষ দিকে আবার ঘুরেও দাঁড়িয়েছে তারা।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  যশস্বী জাইসওয়াল। ৭ম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার জুটিতে ভর করে উদ্ধার হয়েছে ভারত। সেঞ্চুরি হাঁকিয়েছেন অশ্বিন। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে ভারত। শুরুর বিপদ কাটিয়ে এখন সুবিধাজনক অবস্থান রয়েছে তারা। ভারতীয় ওপেনার যশস্বী জাইসওয়ালও সেটাই মনে করিয়ে দিয়েছেন।

 

দিন শেষে সংবাদ সম্মেলনে জাইসওয়াল বলেন, ‘আসলে শুরুতে বল কিছুটা সিম করছিল, সুইং করছিল। উইকেট কিছুটা ডাম্প ছিল। ফলে আমরা কিছুটা সময় নিয়েছি। শেষ সেশনে দেখবেন আমরা অনেক রান করেছি। আমার মনে হয় আমরা ভালো অবস্থানে রয়েছি এখন।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

মাঝে রিশভ পান্টের সাথে একটি কার্যকরী জুটিও গড়েন জাইসওয়াল। তখন ক্রিজে কী কথা হচ্ছিল সে প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা কথা বলছিলাম কীভাবে পায়ের কাজ করা যায়। চেষ্টা করছিলাম বাজে বল থেকে রান বের করে নিতে। জুটি গড়ে যত লম্বা ব্যাট করা যায়।’

 

শুরুর দিকের ব্যাটিং নিয়ে জাইসওয়াল জানান, ‘আমার কাছে তো মনে হয়েছে উইকেট সাহায্য করেছে অনেক শুরুতে। আবহাওয়াতেও দেখবেন মেঘলা ছিল কিছুটা। সাহায্য ছিল বোলারদের জন্য। আমরা চেষ্টা করেছি শুরুর সময়টা কাটিয়ে দিলে ভালো বলের মাঝেও কিছু বাজে বল পাওয়া যাবে। ফলে সেখান থেকেই আমরা রান নিব।’

 

অশ্বিন-জাদেজার ব্যাটিং নিয়ে জাইসওয়াল বলেন, ‘আসলে আমাদের ড্রেসিংরুমে অনেক অভিজ্ঞতা রয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ। আমাদের যা করা দরকার আমরা তাই করে যাই সেখানে। অবশ্যই ক্রিকেট নিয়েও ভাবি। সবকিছু দারুণ এখানে। অবশ্যই অনেক রিল্যাক্স হয়েছি আমরা সবাই দুজনের ব্যাটিং দেখে (হাসি)।’

 

দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।




 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.