Scores

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

অ্যান্টিগা টেস্টের এমন বিবর্ণ বাংলাদেশকে সম্ভবত তামিম ইকবালও দেখেননি কখনও। সিরিজ উদ্বোধনী টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে তাসের ঘরের মত। আর ওপেনার বলে এর শুরুটা হয়েছে তামিমের সাজঘরে ফেরা দিয়েই।

আমরা-এর-চেয়ে-অনেক-ভালো দল
তামিম ইকবাল। ছবি: গেটি ইমেজ

ইনিংস ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার খুঁজে বেড়াচ্ছেন না কোনো অজুহাত। বরং তার সহজ স্বীকারোক্তি- ভালো খেলেনি বাংলাদেশ। সেই সাথে অকপটে স্বীকার করে নিলেও এও- অ্যান্টিগা টেস্টের ম্লান পারফর্ম করা বাংলাদেশ দলের চেয়েও আসলে অনেক ভালো দল তারা। আর এই বিশ্বাস যে দেশের ক্রিকেটের সমর্থকদেরও!

তামিম জানিয়েছেন, অ্যান্টিগা টেস্টের বিপর্যয় শুধু ক্রিকেট সমর্থক বা গণমাধ্যমকর্মীদের কাছেই নয়; বড় এক ধাক্কা হয়ে এসেছে খেলোয়াড়দের কাছেও। সেই সাথে পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়- জানালেন সেটিও। তামিম বলেন, আমাদের শেষ টেস্ট ম্যাচটি আপনাদের জন্য যেমন শক ছিল, আমাদের জন্যও শকিং ছিলআমরা এর চেয়ে অনেক ভালো দলযে ধরণের পারফরম্যান্স করেছি, তা অবশ্যই গ্রহণযোগ্য নয়।’

Also Read - ‘এ’ দলে হলেও জায়গা চান সাইফউদ্দিন


হারের দুঃস্মৃতি নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে স্বাভাবিকভাবেই। তবে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তামিম নিতে চান না অজুহাতের আশ্রয়। দায় ঘাড়ে চাপিয়েই দলের অন্যতম সেরা ক্রিকেটার জানালেন জ্যামাইকা টেস্টে ভালো করার প্রত্যয়, এখন দলের ভেতর যে আবহটা আছে, আমরা কোনো ভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি নাআমরা আশা করছি যে পরের টেস্ট ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করব।’

উল্লেখ্য, অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। এতে কপালে জোটে ইনিংস ও ২১৯ রানের বিশাল পরাজয়। পাঁচদিনের ম্যাচ তিনদিনেই শেষ হওয়ায় এখন খেলোয়াড়দের কার্যত ‘অবসর’। তবে সেই ‘অবসর’ ভেঙে আটঘাট বেঁধেই ১২ জুলাই থেকে শুরু হতে যাওয়া জ্যামাইকা টেস্টের জন্য এখন প্রস্তুত হচ্ছে বাংলাদেশ- এমনটাই প্রত্যাশা সবার।

আরও পড়ুন: ভারতকে সিরিজ জেতালেন রোহিত

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

কামিন্সের সাথে কোহলির মজার স্লেজিং

বড় লিডের পথে এগোচ্ছে ভারতের ইনিংস

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান