আমরা সেমিফাইনাল ও ফাইনালে জায়গা করে নেব: ওয়াহাব
পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ বলেছেন- তার দল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে জায়গা করে নেবে। পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা দলটি নিজেদের পরের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, রবিবার (২৩ জুন)।
বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচের জয়ের বিকল্প নেই পাকিস্তানের। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দলটি জিতেছে মাত্র একটি ম্যাচে। সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই দৌড়ে এগিয়ে যেতেউ উদগ্রীব দলটি।
Also Read - আফগানিস্তানকে হারানোর পর সেমির কথা ভাবতে চায় বাংলাদেশ
ওয়াহাব বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা একজন আরেকজনের শক্তি। এও জানি, আমরা ১৫ জন একসাথে দলকে কতটা উজ্জীবিত করতে পারি, যা হয়ত অন্য দলগুলো পারবে না।’
তার মতে, চাপে পড়লে পাকিস্তান ভালো খেলে, আর সেই সুবাদে এখন থেকে ভালো খেলবে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওয়াহাবের ভাষ্য-
‘পাকিস্তান চাপে পড়লে ভালো খেলে। আমরা ফাইনাল ও সেমিফাইনালে জায়গা করে নেব।’
দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়াহাব রিয়াজ জানান, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা একটি সাবলীল পরিকল্পনা রাখছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে আমরা বদ্ধ পরিকর। ইংল্যান্ডে ভালো করতে হলে আপনাকে দ্রুত উইকেট তুলে নিতে হবে, যা আমরা এখনো পারিনি।’
সেমিফাইনালের সমীকরণ নিয়ে না ভেবে প্রত্যেক ম্যাচে জয় তুলে নিয়েই শেষ চার নিশ্চিত করতে চায় দলটি, বলেন ওয়াহাব, ‘আমাদের মনোযোগ দক্ষিণ আফ্রিকাকে হারানোয়। আমাদের একটি ম্যাচ করে এগোতে হবে। ভবিষ্যৎ নিয়ে ভাবলে চলবে না।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।