আমরা ভাগ্যবান : টিকা নিয়ে তামিম
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন সৌম্য সরকার, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ সহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটাররা। টিকা গ্রহণের পর জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম জানান এত দ্রুত টিকা পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

সৌম্য সরকারকে টিকা দেওয়ার মাধ্যমে ক্রিকেটারদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজাও টিকা নিয়েছেন। তামিম ইকবালও সস্ত্রীক টিকা নিয়েছেন।
Also Read - সস্ত্রীক টিকা নিলেন তামিম-সৌম্যরাটিকা নেওয়ার পর তামিম বলেন, “দেখেন ভয় অবশ্যই ছিল, এটা অস্বীকার করব না। সবার মনেই থাকতে পারে। জিনিসটা নিয়ে যদি একটু জানা যায়, আপনাকে যখন কেউ জিনিসটা বোঝাবেন তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমরা ভাগ্যবান যে আমরা এটা পাচ্ছি। আমরা যে প্রথম সারির দেশ বলি সেসব অনেক দেশেই এই পরিমাণ টিকা দেওয়া হচ্ছে না”
যারা টিকা প্রদান কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে স্যালুট দিয়েছেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া তামিম মনে করেন সকলকে টিকা গ্রহণে উৎসাহিত করা উচিত।
তামিম বলেন, “আসলে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাগুলো সবসময় তুলে ধরি কিন্তু আমার কাছে মনে হয় যে এই ইতিবাচক জিনিসটাও আমাদের শেয়ার করা উচিত। এত সুন্দরভাবে হচ্ছে।”
“আমার পরিবারের মানুষজন অনেকে নিয়েছে। সবাই বেশ ভালোভাবেই নিয়েছে। যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে আমি আমার তরফ থেকে স্যালুট দিব। এটি দারুণ একটি অভিজ্ঞতা। শুধু আমার নয়, আমার যারা বন্ধু-বান্ধব আছে, পরিবারের সদস্য যারা নিজে থেকে নিবন্ধন করে গিয়েছে এবং টিকা নিয়েছে তাদেরও পুরা প্রক্রিয়াটা খুবই ভালোভাবে হয়েছে।”