“আমরা শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে যাচ্ছি”
যে প্রতিপক্ষের বিপক্ষেই খেলা থাক- সিরিজ বা টুর্নামেন্ট শুরুর আগে হুংকার দেওয়া যেন আফগানিস্তানের ক্রিকেটারদের কাছে ‘নিয়ম’। তবে নতুন অধিনায়কত্ব পাওয়া হয়েছে বলেই কি না, খেলোয়াড় হিসেবে হয়ত বেশ পরিণতিবোধ এসেছে রশিদ খানের মধ্যে।
অতীতে মুখের কথায় প্রতিপক্ষকে ‘ঘায়েল করার চেষ্টা করা’ বর্তমান আফগান অধিনায়ক এবার বলছেন- ফলাফল নয়, মনোযোগ দিতে চান ভালো ক্রিকেটে।
বাংলাদেশ সফরকে সামনে রেখে আফগানিস্তান জাতীয় দল প্রস্তুতি ক্যাম্প করছে আবুধাবিতে। রশিদ মনে করেন, তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে শক্তিশালী একটি দল নিয়েই বাংলাদেশ সফরে আসছেন তারা। তবে ফলাফল নিয়ে না ভেবে মাঠে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার প্রত্যয় তার।
রশিদ বলেন, ‘ফলাফল নিয়ে আমি ভাবতে চাইছি না। দল হিসেবে আমরা শতভাগ দিতে চাই- হোক সেটা অনুশীলন অথবা মূল ম্যাচ। প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে আমরা তুলনামূলক ভালো খেলেছি। প্রত্যেক ম্যাচ থেকে আমরা ইতিবাচকতা খুঁজতে পারি। আমরা শক্তিশালী একটি দল নিয়েই বাংলাদেশে যাচ্ছি। আমাদের দলে অভিজ্ঞরাও আছেন, তরুণ মেধাবীরাও আছেন।’
সম্প্রতি আফগানিস্তান ‘এ’ দল বাংলাদেশ সফরে ভালো ক্রিকেট প্রদর্শন করে গেছে। সেই দলের অনেক ক্রিকেটারও আছেন বর্তমান জাতীয় দলে। রশিদের প্রত্যাশা, সবাই মিলে ভালো ক্রিকেটই উপহার দিতে পারবেন।
তিনি বলেন, ‘ইবরাহিম জাদরান বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভালো করেছে সম্প্রতি। ভবিষ্যতেও সে ভালো করতে পারবে। মাঠে আমাকে সাহায্য করার মত কয়েকজন সিনিয়র ক্রিকেটার দলে আছেন। তাদের দলে পাওয়া আমার জন্য বড় ব্যাপার। অধিনায়কত্ব সহজ নয়। তবে আগে যা বললাম- আমি ক্রিকেটেই মনোযোগ রাখছি এবং উপভোগ করছি।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।