Scores

আমরা শিখছি, পরেরবার ভালো করব : লিটন

নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের মত আরও একটি সফর পার করল বাংলাদেশ। এবারের সফরে ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। দুই সিরিজেই হতে হয়েছে হোয়াইটওয়াশ। এমন বিবর্ণ ও মলিন পারফরম্যান্সের পর বাংলাদেশের দাবি, নিউজিল্যান্ডে এখনো শিখছে দল।

আমরা শিখছি, পরেরবার ভালো করব লিটন
এখনও শিখছে দল, দাবি লিটনের। ফাইল ছবি

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ায় শেষ টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। দলের ব্যর্থতার প্রতীক হয়ে তিনিও ছিলেন ম্লান। নিউজিল্যান্ডের অ্যালেন ফিন একাই যেখানে করেছেন ৭১ রান, সেখানে বাংলাদেশ পুরো দল মিলে সাকুল্যে ৭৬!

এমন পারফরম্যান্সের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকেই দোষারোপ করছেন লিটন। যদিও বোলিংও ছিল বিবর্ণ। বৃষ্টির কারণে প্রতি ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছিল ১০ ওভারে। বাংলাদেশি বোলারদের ছাতু বানিয়ে কিউইরা জড়ো করেছিল ১৪১ রান, যে পাহাড়ে চাপা পড়ে পিষ্ট হয়েছে টাইগাররা।

Also Read - লজ্জাজনক পরাজয়ে টাইগারদের দুঃস্বপ্নের সফরের ইতি


ম্যাচ শেষে লিটন দায় চাপালে অবশ্য ব্যাটিং আর ফিল্ডিং ইউনিটকে। তিনি বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে।’

উপমহাদেশের কন্ডিশনে অভ্যস্ত বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে হিমশিম খায়- এ দৃশ্য মোটেও নতুন নয়। তবে লিটনের দাবি, দল এখনো ওমন কন্ডিশনে ভালো করা শিখছে। আর তাই পরের সফর ভালো হবে, আশাবাদী লিটন।

তিনি বলেন, ‘উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। কিন্তু একইসাথে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।’

Related Articles

নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা নিয়ে ভেবে লাভ নেই : মুমিনুল

সব দলই নিউজিল্যান্ডে গিয়ে সংগ্রাম করে : বাশার

নিউজিল্যান্ডে আকাশ পরিস্কার, তাই ক্যাচ ছেড়েছে বাংলাদেশ!

শূন্য হাতে দেশে ফিরল টাইগাররা

তিন পরাশক্তির বিপক্ষে ‘হোম অ্যাডভান্টেজে’ চোখ রিয়াদের