Scores

‘আমাকে সন্ত্রাসী-সেলে নিয়ে দিনে ১৬-১৭ ঘণ্টা নির্যাতন করা হতো’

ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীশান্ত বল হাতে ছিলেন দুর্দান্ত, লম্বা সময় ভারতের হয়ে খেলার সুযোগ ছিল সামনে। কিন্তু ফিক্সিং কান্ডে জড়িয়ে সে সুযোগ হারান। সম্প্রতি এই ক্রিকেটার জানিয়েছেন, পুলিশ হেফাজতে তার ওপর কীভাবে অমানবিক নির্যাতন করা হতো।

'আমাকে সন্ত্রাসী-সেলে নিয়ে দিনে ১৬-১৭ ঘণ্টা নির্যাতন করা হতো'২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং করার অভিযোগ ওঠে তার নামে। প্রমাণিত হওয়ার পরে তাকে আজীবন নিষিদ্ধ করে ভারতের সুপ্রীম কোর্ট। তবে আপিলের সেটা আবার কমে দাঁড়ায় সাত বছরে। এখন আবার ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই বোলার।

Also Read - '১৫ বিশ্বকাপের পরে বিষণ্ণতায় ভুগছিলেন ডি ভিলিয়ার্স

বুধবার (১ জুলাই) এক অনলাইন অনুষ্ঠানে তিনি বর্ণনা করেছেন তার সাথে ঘটা কঠিন মুহূর্তগুলো। এই বোলার জানান, পুলিশ হেফাজতে তাকে সন্ত্রাসীদের কারাকক্ষে নিয়ে যাওয়া হতো। সেই সময়ে ১২ দিনের প্রায় প্রতিদিনই তাকে ১৬ থেকে ১৭ ঘণ্টা করে নির্যাতন করা হতো।

শ্রীশান্তের ভাষায়, ‘আমাদের জীবনের দিকে তাকান, এক সেকেন্ডেই সব বদলে গিয়েছিল। ম্যাচ শেষে পার্টির পরে আমাকে সন্ত্রাসী কারাকক্ষে নিয়ে যাওয়া হয়। আমার মনে হচ্ছিল আমাকে বকরা বানানো হচ্ছে। সেখানে ১২ দিন ছিলাম। প্রতিদিন আমাকে ১৬ থেকে ১৭ ঘণ্টা নির্যাতন করা হতো। আমি আমার পরিবার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে তারা সর্বদা আমাকে সমর্থন দিয়েছেন।’

ভুল শুধরে নেয়া এই পেসার বলেন, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত ১০ সেকেন্ডের জন্য হলেও ভাবতে। এই অল্প সময়ের ভাবনাটা হয়তো জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। লোকে কী বললো তা না ভেবে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের পথে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এশিয়া কাপ খেলবে ভারত

সিমন্সের চাওয়া এবার যেন বাছাইপর্ব খেলতে না হয় পোলার্ডদের

হেসেখেলে লঙ্কানদের হারিয়ে ইংল্যান্ডের রেকর্ড

দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা

ভারতে বসে পাকিস্তানে ‘অফিস’ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যানালিস্ট