Scores

‘আমাদের দলে একজন কোহলি নেই’

টানা চার সিরিজে করেছেন ডাবল সেঞ্চুরি। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এমন এক ক্রিকেটার দলে থাকলে দলের অধিনায়কের মুখে সবসময়েই হাসি লেগে থাকতো। আর না থাকাতে সব দলেরই আফসোসের কমতি নেই। যেমনটা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক আফসোস প্রকাশ করে বলেই দিয়েছেন, ‘আমার দলে একজন কোহলি নেই’।

ভারতের সাথে টেস্টে ২০৮ রানের মত বিশাল ব্যবধানে বাংলাদেশের হারের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিরাট কোহলি জানান, ‘এই পরাজয়ের মুখ থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিং দক্ষতা আরো উন্নত হওয়াই যথেষ্ট ছিলো।’

Also Read - কিপিং-অধিনায়কত্ব দু'টোই উপভোগ করছেন মুশফিক


কোহলির পরেই সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। তাকে কোহলির এমন কথা ধরেই প্রশ্ন করা হলে মুশফিক বলেন, ‘পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন হত না যদি বাংলাদেশ দলের একজন ব্যাটসম্যানেরও ভারতের অধিনায়ক বিরাট কোহলির মত দক্ষতা থাকতো।’

মুশফিকের মতে, ‘আপনার বিরাট কোহলির মত প্রাথমিক দক্ষতা থাকলে, টেস্ট ম্যাচে আপনার গড় রান ৫০ এর উপরে হত। তখন আর আপনার ম্যাচ বাঁচাতে পাঁচ নাম্বার দিনে ৭ জন ব্যাটসম্যান লাগতো না। চার দিনই যথেষ্ট হতো ড্র করার জন্য। কিন্তু দূর্ভাগ্যবশত আমাদের দলে একজন বিরাট কোহলি নেই।’

আরো পড়ুনঃ কিপিং-অধিনায়কত্ব দু’টোই উপভোগ করছেন মুশফিক

ফ্রেয়া, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব