SCORE

“আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো”

উপমহাদেশের উইকেট মানেই স্পিননির্ভর। উপমহাদেশে যারাই সফর করতে আসে, আলাদা করে স্পিন নিয়ে ভাবতে হয়। ঘরের মাঠে টাইগাররা সর্বশেষ খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজের বেশিরভাগ উইকেট গেছে স্পিনারদের দখলে। বাংলাদেশের সাকিব-মিরাজ জুটিই ধসিয়ে দিয়েছিল ইংলিশ ব্যাটিং লাইন আপ। এবারো তেমন উইকেটই আশা করছে বাংলাদেশ। তবে বাংলাদেশ-অস্টেলিয়া টেস্ট সিরিজে স্পিন বিভাগে কারা বেশি শক্তিশালী? এমন প্রশ্নে সাকিব এগিয়ে রেখেছেন টাইগারদের।

বৃহস্পতিবার অনুশীলন শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামলান সাকিব আল হাসান। স্পিন এই সিরিজে বড় ভাগ্য নিয়ামক হবে। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে রাখেন সাকিব, “সব কন্ডিশনে বলবো না, তবে দেশের মাটিতে তাই আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো। তাইজুল এবং মিরাজ দু’জনই বেশ অনেক দিন ধরেই ভালো বল করছে। আমার বিশ্বাস ম্যাচ জেতানোর জন্য এই দু’জন বড় ভূমিকা পালন করবে।”

Also Read - এবার ক্রিকেট ৯০ মিনিটের!

উইকেট কেমন হবে? এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে সাকিবের চাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মতো উইকেট। এই প্রসঙ্গে সাকিব বলেন, “ইংল্যান্ডের মতো উইকেট হলে ভালো হয়। তবে উইকেটের উপর তো আর কারো হাত নেই। কিউরেটর তার সর্বোচ্চ চেষ্টা করবে আগের মতই উইকেট তৈরি করতে। তবে শুধু উইকেটের কথা ভেবে বসে থাকলেই হবে না, সাফল্য পেতে যা যা করনীয় আমাদের মাঠে তাই করতে হবে।”

উল্লেখ্য, দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া। ২২-২৩ আগস্ট অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও সেটি না খেলেই একবারে ২৭ আগস্ট মূল টেস্টে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে স্মিথ বাহিনী।

Related Articles

ক্রিকেট অস্ট্রেলিয়ার অজুহাতে খুশি নয় বিসিবি

আবারো সিরিজ বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৮ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি

মুস্তাফিজের ‘ফিজ’ হয়ে ফেরার অপেক্ষা

আউটফিল্ড নিয়ে আইসিসিকে ব্যাখ্যা দিল বিসিবি