██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আমারও ক্লাসেনের মতো জুস খাওয়া দরকার : ডি কক

বিধ্বংসী মেজাজে বিশ্বকাপ মাতাচ্ছেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্লাসেন। কুইন্টন ডি ককও হাঁকিয়েছেন তিনটি শতক।

আমারও ক্লাসেনের মতো জুস খাওয়া দরকার : ডি কক

বিধ্বংসী মেজাজে বিশ্বকাপ মাতাচ্ছেন ক্লাসেন

প্রকাশিত হয়েছে - 2023-10-24T23:37:40+06:00

আপডেট হয়েছে - 2023-10-24T23:37:40+06:00

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওপেনিং ব্যাটার কুইন্টন ডি ককের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দারুণ খেলেছেন ডি কক-মার্করামরা। ঝড় তুলেছেন ক্লাসেন-মিলাররা। বোলিংয়ে ভালো করেছেন সব বোলার।


ছবি : ডি-কক ও হেনরিখ ক্লাসেন

টস জিতে আগে ব্যাট করে ডি ককের ১৭৪ রানের অসাধারণ ইনিংসে রান পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক এইডেন মার্করাম। করেন ৬৯ বলে ৬০ রান। শেষদিকে ঝড় তোলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। মাত্র ৪৯ বলে আটটি ছয় ও দুই চারে ৯০ রানের টর্নেডো ইনিংস খেলেম ক্লাসেন। বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তিনি। ঝড় তোলেন ডেভিড মিলারও। চার ছক্কা ও এক চারে করেন ১৫ বলে ৩৪ রান।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


জবাবে এক মাহমুদউল্লাহ ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের হয়ে। ব্যর্থ হয়েছেন সবাই। লেজের ব্যাটারদের নিয়ে লড়ে নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রিয়াদ। ১১টি চার ও ৪টি ছক্কায় ১১১ বলে সমান ১১১ রান করেন তিনি। তবে তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।


ডি কক বলেন, 'সত্যি কথা বলতে, আমি যতটা সন্তুষ্ট তার চেয়ে কিছুটা ক্লান্ত। আমার মনে হয় আমরা সবাই ভালো খেলেছি এবং সবাই নিজেদের দায়িত্ব পালন করেছে। পয়েন্ট তালিকায় দুইটি পয়েন্ট যুক্ত হওয়াটা ভালো ছিল। (সেঞ্চুরিতে রূপান্তর প্রসঙ্গে) আমি নিশ্চিত নই, এটা এমনিই হচ্ছে আমার মনে হয়। আজ সকালে আমি কিছুটা নার্ভাস ছিলাম, কিন্তু এটা অসাধারণ একটা দিন ছিল এবং আমি অনেক আনন্দ পেয়েছি। সে (ক্লাসেন) সত্যিই অসাধারণ। আমারও তার মতো জুস খাওয়া দরকার। সে শুধু আমাদের জন্য নয় সবার জন্যই বিশেষ। আমি তার জন্য খুবই খুশি।'


বিশ্বকাপে উড়ছেন দুই প্রোটিয়া কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন। তিন সেঞ্চুরিতে ৮১.৪০ গড়ে ৪০৭ রান নিয়ে ডি কক টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিধ্বংসী ইনিংস খেলে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিচ্ছেন ক্লাসেন। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ৫৭.৬০ গড়ে ২৮৮ রান।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.