
ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে তাদের আরও শাণিত করার কাজটি করেন কোচ। স্বভাবতই সেই কোচের ক্রিকেটের সবকিছু নখদর্পণে। কিন্তু এমন কোচ কি আগে দেখা গেছে, যিনি ক্রিকেটের ধারেকাছে নেই?

এমনই এক কোচ ক্যারিবীয় তারকা শিমরন হেটমেয়ারের সবচেয়ে বড় কোচ। তিনি আর কেউ নন, হেটমেয়ারের স্ত্রী নির্বাণি। হেটমেয়ারের দাবি, স্ত্রীর পরামর্শেই ব্যাটিংয়ে নিজের দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি।
হেটমেয়ার বলেন, ‘ধৈর্য ও ধারাবাহিকতা এনে দেওয়ার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। ক্রিকেট জীবনের প্রথম দুই বছর উইকেটে থিতু হওয়ার সুযোগ দিতাম না নিজেকে। এখন আমি উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখি। উইকেট বোঝার চেষ্টা করি। তারপর নিজের খেলা খেলি। আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ। আমরা দুইজনে কথা বলেই নিজের খেলায় পরিবর্তন এনেছি।’
এখন উইকেটে থিতু হওয়ার অভ্যাস গড়লেও হেটমেয়ার অবশ্য বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রেখেছেন। কিংবা, আরও বিধ্বংসী হয়েছেন বললেও ভুল হবে না। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিয়ম করে জ্বলে উঠছেন এই ক্যারিবীয় ব্যাটার।

তবে শেখার আরও বাকি আছে হেটমেয়ারের। তিনি বলেন, ‘রিভার্স সুইপ কীভাবে মারতে হয় সেটা জস বাটলারের কাছ থেকে শিখতে চাই। অনুশীলনে চেষ্টা করেছি। কিন্তু বারবার আউট হয়ে যাই। স্কুপ ব্যাটিংও শিখতে চাই। এটা মাঠের বাইরে থেকে দেখলে খুব সহজ মনে হয়। কিন্তু মোটেও তেমন নয়।’
ভারতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলা বেশ উপভোগ করছেন তিনি। জানালেন, ‘ভারতে খেলাটা বেশ উপভোগ করি। ব্যাটারদের জন্য মাঠগুলো বেশ ভালো। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি বোলার নই!’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।