Scores

আমিরকে টেস্টে ফেরার আহ্বান শোয়েবের

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। কাউন্টিতে তার পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে তার অবসরের সিদ্ধান্ত নিয়ে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার চাইছেন আমির যেন তার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।

গত জুলাই মাসে হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। এত অল্প বয়সে টেস্ট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। বিশেষ করে পাকিস্তানের ক্রীড়া মহলে। পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার তো এটি মানতেই পারছেন না। তাই তো আমিরকে টেস্টে ফেরত আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Also Read - শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে


এই ইস্যূটি আরও জোড়ালো হয়েছে কাউন্টিতে এক্সেসের হয়ে চোখ ধাঁধানো বোলিং পারফরম্যান্সের পর। কেন্টের বিপক্ষে ৬৪ রানে ৬ উইকেট নেওয়ার পর এ নিয়ে প্রশ্নটা আরও জোড়ালো হয়েছে।

“ইংল্যান্ডের ম্যানেজমেন্ট কী সত্যিই ভালো? নাকি সেখানকার উইকেট অনেক ভালো? নাকি আমির সেখানে সবকিছু ভালোভাবে সামাল দিতে পারছে, যার কারণে উইকেট পাচ্ছে সে। এটি সত্যি যে যেখানে কোন চাপই ছিল না আমিরের উপর।”

“আমি মনে করি এই ধরণের পারফরম্যান্স আমির এখনও জাতীয় দলের হয়ে দিতে পারবে। মানুষের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। আমিরের উচিৎ তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং পাকিস্তানের জন্য খেলা। মানুষ মনে রাখে তুমি দেশের জন্য কী করেছ? কাউন্টিতে কী করেছ সেটাই কেউই মনে রাখবে না।”

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন ২৭ বছর বয়সী এ পেসার। ৩৬ টেস্টে নিয়েছেন ১১৯ উইকেট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।</p

 

Related Articles

বিতর্কিত মন্তব্যের জন্য পিসিবির উপর ক্ষেপলেন ইনজামাম

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সব সদস্যের পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা

স্বেচ্ছায় সরে দাঁড়ালেন বাট

সেরাদের কাতার থেকে সরে দাঁড়ালেন রুট