Scores

আমিরের অবসর পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে

টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। তবে আমিরের এমন অবসর পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে বলে দাবি করেছেন দেশটির ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

কয়েকদিন আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন আমির। হঠাৎ করেই অবসরের ঘোষণার পেছনে কারণ জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে মানসিক অত্যাচারের শিকার হচ্ছিলেন ২৮ বছর বয়সী এ পেসার। যে কারণে রাগ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

Also Read - আফ্রিদির দিনে ব্যাট হাতে উজ্জ্বল উইলিয়ামসন-টেলর


হুট করে তার এমন সিদ্ধান্ত, পাকিস্তান দলের হেড কোচ মিসবাহ এবং বোলিং কোচ ওয়াকারের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসা- এসব পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক নির্বাচক ইনজামাম।

“আমির ভালো ক্রিকেটার। তাঁর না থাকা দলের অবস্থায় প্রভাব ফেলে। আমাদের অন্য বোলারও আছে, যারা ভালো করছে। তবে এমন ঘটনা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। সে কেমন বোলার সেটির চেয়ে বড় কথা হলো কোনও ক্রিকেটারের এমনভাবে ক্রিকেট থেকে সরে আসা উচিত হয়।”

আমিরের সঙ্গে টিম ম্যানেজমেন্ট অর্থাৎ মিসবাহ এবং ওয়াকারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর। এরপর থেকেই আমিরের উপর ক্ষেপেছিলেন মিসবাহ এবং ওয়াকার। গত দুই সিরিজে সেটির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের স্কোয়াডেও জায়গা হয়নি তার।

যে কারণে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আমির। তবে ইনজামাম মনে করেন বিষয়টি আরেকটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আমির।

“সে যদি টিম ম্যানেজমেন্টের একজন বা দুজনের প্রতি অসন্তুষ্ট থাকত, তার উচিত ছিল প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে খোলামেলা আলাপ করা। সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারতো সে।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ক্রিকেটার তৈরির মেশিন রয়েছে ভারতে

ভারতের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন ইনজামাম

‘২০’ বছর পর সৌরভের আউট নিয়ে ইনজামামের স্বীকারোক্তি

বিতর্কিত মন্তব্যের জন্য পিসিবির উপর ক্ষেপলেন ইনজামাম

হতাশায় মুষড়ে পড়া মিসবাহকে দেখে ক্ষেপেছেন সাবেকরা