Scores

আমির অবসর নেওয়ায় ব্যথিত মানি

অবশেষে মোহাম্মদ আমিরের অবসর ইস্যুতে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। দলের অন্যতম সেরা বোলার অবসর নেওয়ার পরও আনুষ্ঠানিক বিবৃতিতে খুব বেশি কিছু লিখেনি পিসিবি। তবে সভাপতি জানিয়েছেন, আমিরের এই সিদ্ধান্তে তিনি কতটা ব্যথিত।

এহসান মানিই পিসিবির নতুন চেয়ারম্যান

বোর্ডের প্রতি নাখোশ আমির গত বছরের ডিসেম্বরে হুট করে অবসরের সিদ্ধান্ত জানান। তার মূল ক্ষোভ ছিল টিম ম্যানেজমেন্টের প্রতি। তবে বোর্ডের একাধিক কর্তাও তার প্রতি সহনশীল ছিলেন না। ২০১৯ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটেও ব্রাত্য হয়ে পড়েন। সবকিছু মিলিয়ে জট পাকিয়ে ফেলা আমির আর খেলবেন না পাকিস্তানের হয়ে।

Also Read - তর সইছে না মুশফিকের, ভুল থেকে শেখার আহ্বান


আমিরের অবসরে হতাশ পিসিবি সভাপতির আক্ষেপ, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমির বোর্ডের সাথে আলোচনা করতে পারতেন। তিনি বলেন, ‘আমি শুনে ব্যথিত হয়েছি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পিসিবির সাথে আলোচনা করত।’

আমির ছাড়াও অবসর নিয়েছেন জ্যেষ্ঠ ক্রিকেটার সামি আসলাম। ফাওয়াদ আলম যেভাবে ধৈর্য রেখে দীর্ঘদিন পর দলে প্রত্যাবর্তন করেছেন, সামি এমনটিও তো করতে পারতেন- এতেই মানির খেদোক্তি।

তিনি বলেন, ‘আমিরের মত একজন ফাস্ট বোলার যে কিনা সব ফরম্যাটে ফিটনেস ধরে রেখে খেলতে পারে, সে তো সাদা বলে খেলা চালিয়েই যাচ্ছিল। সামির উচিৎ ছিল ফাওয়াদের পথ মাড়িয়ে ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়া, ভালো কিছু করে জাতীয় দলে ফিরে আসা।’

মানির কণ্ঠে ঝরেছে কোচদের জন্য প্রশংসাও। যদিও আমিরের অবসরের পেছনে অনেকে দেখেন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের দায়। কোচিং স্টাফে এই দুইজনের সাথে বর্তমানে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ইউনিস খান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না ডি ভিলিয়ার্স

দলে ফিরতে পিসিবিকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমির!

মালিককে নিয়ে বিস্ফোরক দাবি আফ্রিদির

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

আমার স্বপ্ন অনেক বড় : তাসকিন