Scores

আমির-আফ্রিদিদের গতিতে কাঁপছে বাংলাদেশ

পচেফস্ট্রুমে বাংলাদেশ ও পাকিস্তানি যুবাদের মধ্যকার ম্যাচে দফায় দফায় হানা দিচ্ছে বৃষ্টি। তৃতীয় দফায় বৃষ্টি আসায় বর্তমানে খেলা বন্ধ রয়েছে। প্রথমবার বৃষ্টি শেষে খেলা শুরুর পর ইনিংসের দৈর্ঘ্য ৩৯ ওভার ও দ্বিতীয়বার বৃষ্টির পর ৩৭ ওভারে নেমে আসে। যদিও ৩৭ ওভার ব্যাট করতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ। 

বড় হল না যুবাদের সংগ্রহ

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ এদিন ভালো শুরুর ইঙ্গিত দিলেও পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে। দলটির অভিষিক্ত পেসার আমির খানের গতির সামনে একের পর এক উইকেট হারাতে থাকে আকবর আলীর দল।

Also Read - মালিকের ব্যাটিং নৈপুণ্যে সিরিজে এগিয়ে গেলো পাকিস্তান


এই প্রতিবেদন লেখার সময় ২৫ ওভার খেলা হয়েছে, তাতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৬ রান।

ইনিংসের প্রথম চারটি উইকেটই শিকার করেন আমির। এরপর জোড়া উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি। ৬৯ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন শাহাদাত হোসেন ও অভিষেক দাস। তবে ১০২ রানে অভিষেকের বিদায়ের পর আবারো খেই হারিয়ে ফেলে দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার তানজিদ হাসান। এছাড়া অভিষেক দাস ২০ রান করেন। শাহাদাত ১৬ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া আর কারও স্কোরই দুই অঙ্কের দেখা পায়নি। শাহাদাতের সঙ্গী হিসেবে টিকে রয়েছেন শরিফুল ইসলাম।


পাকিস্তানের পক্ষে আমির খান চারটি, আব্বাস আফ্রিদি তিনটি এবং আমির আলী তাহিম একটি উইকেট শিকার করেছেন।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামিম হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, শরিফুল ইসলাম।

পাকিস্তান: হায়দার আলী, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, রোহাইল নাজির (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাসিম আকরাম, মোহাম্মদ হারস, ইরফান খান, আব্বাস আফ্রিদি, তাহিস হুসাইন, আমির খান, আমির আলী তাহিম।

লাইভ স্কোর

টস: পাকিস্তান অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯- ১০৬/৯ (২৫ ওভার)
তানজিদ ৩৪, শাহাদাত ১৬*, অভিষেক ২০
আমির ৬-০-৩০-৪, আফ্রিদি ৭-০-২০-৩

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

হচ্ছে না বিশ্বকাপজয়ীদের নিয়ে অনূর্ধ্ব-২১ দল!

বিশ্বকাপজয়ী যুবাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত

আকবর-ইমনদের লাখ টাকা পুরষ্কার বিকেএসপির

বাংলাদেশ ও ভারতের যুবাদের প্রতি শচীনের বার্তা

বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে মাহমুদুলের ১০০ টাকা পুরস্কার