আগের চেয়ে ভাল আছি- মুস্তাফিজুর
সর্বশেষ পেসার মুস্তাফিজুর রহমান যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন, সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। চলতি বছরের মার্চে ভারতে অনুস্থিত আইসিসি টুয়েন্টি/২০ বিশ্বকাপে মুখোমুখি হয়ে দুই দল। তবে তার পর থেকেই ইনজুরির কারনে জাতীয় দলের বাহিরে রয়েছেন এই বিস্ময়কর বালক।
এমনকি ইনজুরির কারনে ঘরের মাটিতে অনুষ্ঠিত ইংল্যান্ড ক্রিকেট দল ও আফগানিস্তান জাতীয় দলের বিরুদ্ধে দেশের মাটিতে সাম্প্রতিক দুটি সিরিজে দলের বাহিরে ছিলেন তিনি। তবে আশার খবর সুস্থ হয়েছেন এই কাটার মাস্টার।
Also Read - বিপিএলে সবাইকে ছাড়িয়ে সাকিবসবকিছু ঠিক ঠাক থাকলে খুব শীঘ্রই একশত পারসেন্ট ফিট হয়ে উঠবেন কাটার মাস্টার, সেক্ষেত্রে তাকে দেখাবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আবারো বাংলাদেশ জাতীয় দলে। আগামী ২৬ ডিসেম্বর বক্সিংডে তে স্বাগতিকদের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের নিউজিল্যান্ড মিশন।
বর্তমানে নিজের ফিটনেস নিয়ে খুবই খুশি ফিজ, এবং আশা বাদী সিরিজ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, “আমি এখন অনেক ভালো অনুভব করছি। আমি আশা করছি কন্ডিশনিং ক্যাম্প চলাকালিন পুরপুরি সুস্থ হয়ে উঠবো। ”
নিজেদের মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি অস্ট্রেলিয়াতে টাইগারদের একটি কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ করে দিয়েছেন। ক্যাম্পে অংশগ্রহণ করতে পেসার মুস্তাফিজুর রহমান সহ জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার বর্তমানে সিডনিতে রয়েছে। বাকিরাও শীঘ্রই যোগ দিবেন। ক্যাম্প শেষে নিউজিল্যান্ড গিয়ে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টুয়েন্টি/২০ ও দুটি টেস্ট ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।
- মাকসুদুল হক, বিডিক্রিকটিম।