Scores

আমি খুবই ভীতু : সাব্বির

ক্রিকেটার সাব্বির রহমানকে বেশিরভাগ মানুষই চেনেন কাঠখোট্টা, রাগি মানুষ হিসেবে। তবে বাস্তব জীবনের সাব্বির মোটেও এমন নন। বরং তিনি কিছুক্ষেত্রে শিশুদের মত; ভয় পান ভূত! 

 

আমি খুবই ভীতু  সাব্বির

Also Read - সমালোচনা আমলেই নেন না সাব্বির


সাব্বিরের এই ‘ভীতু সত্তা’ জানা নেই অনেকেরই। সত্যিকার অর্থেই সাব্বির ভূত ভয় পান। কখনো ভূতুড়ে কোনো পরিস্থিতির মুখোমুখি হননি, কিংবা ভৌতিক কোনো বাস্তবতারও মুখোমুখি হননি। তবুও তিনি আঁধার ভয় পান। তবে সেই ভয়কেই জমিয়ে তুলতে শখ করে দেখতে বসেন ভূতের সিনেমা!

রসিকতা করে সাব্বির বিডিক্রিকটাইমকে বলেন, ‘ভৌতিক ঘটনা আমার বাসায় প্রতিদিনই ঘটে! প্রতিদিনই আমি ভয় পাই। কারণ আমি খুব ভীতু একটা ছেলে।’

স্বাভাবিক অনেক ঘটনাও ভয় পাইয়ে দেয় সাব্বিরকে। তিনি জানান, ‘ইংল্যান্ডে একটা রাস্তায় মধ্যাকর্ষণের কারণে গাড়ি অটোমেটিক পেছন দিকে আসে। এটা নিয়ে বন্ধুবান্ধব আমাকে বলত। রাত তিনটায় একবার গিয়েছিলাম। ভয় পেয়েছিলাম। রাতের অন্ধকার সবসময়ই ভয় পাই। আমি ভূতের সিনেমাও দেখি। তখন মনে হতে থাকে, কখন কেউ জানালা দিয়ে হাত ঢুকালো, কখন কেউ জানালা দিয়ে ডাকল- এসব চোখে ভাসতে থাকে।’


সাব্বিরের এই ভীতির পেছনে অবশ্য বাস্তব কোনো অভিজ্ঞতার হাত নেই। তার ভাষ্য, ‘বাস্তবে কখনো এমন ঘটেনি। ঘটলে হয়ত মারা যাব! তবে ভূতের সিনেমা দেখলে খুব ভয় পাই। রাতে একদম অন্ধকারে ঘুমাতে পারি না, ডিমলাইট ব্যবহার করি। সিনেমায় যা দেখি ওগুলো চোখে ভাসে। এলাকায় শুনেছি কবরস্থানে নাকি আত্মা উঠে যায়, সাদা কাপড় পড়ে থাকে। আমি কোনোদিন রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে যাইনি।’

ভয় পেলেও সাব্বির ভীতি জাগানো সিনেমা উপভোগের চেষ্টা করেন। তিনি জানান, ‘রাগিনি এমএমএস টু, সেভেন বিলো, কনজুরিং ওয়ান, কনজুরিং টু, মানি হেইস্ট- এগুলো দেখেছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টেস্টে ক্রিকেটারদের অনীহা আহত করে নির্বাচকদের

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি

মুশফিক-তামিমদের সাথে সাক্ষাতে গ্যারি কারস্টেন

প্রিমিয়ার লিগের ভাগ্য অজানা সিসিডিএমের

বৈরুতের বিস্ফোরণে মুশফিক-রিয়াদদের শোক