Scores

আমি জীবিত আছি : নাথান ম্যাককালাম

শুক্রবার হঠাৎ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে নিউজিল্যান্ডের ডানহাতি অফস্পিনার নাথান ম্যাককালামের মৃত্যুর সংবাদ। এ সংবাদ পড়েছে নাথান ম্যাককালামের চোখেও! টুইটারে মিথ্যে বলে নিজেই জানিয়েছেন এ কিউই ক্রিকেটার।

আমি জীবিত আছি - নাথান ম্যাককালাম

ফেইসবুকেই অনেকেই নাথান ম্যাককালামের মৃত্যুর সংবাদ জানিয়ে শোক প্রকাশ করছিলেন। এমনই একটি শোকবার্তার ছবি দিয়ে টুইটারে নাথান ম্যাককালাম লিখেন, “আমি জীবিত আছি। আগের চাইতে ভালোই আছি। জানিনা এ খবর কোথা থেকে এসেছে কিন্তু এ খবর ভুয়া। সবার জন্য ভালোবাসা।”

Also Read - ডাওরিচ-হেটমেয়ারে ভরসা উইন্ডিজের


শোকবার্তাটি ছিল নিউজিল্যান্ড ক্রিকেট ফ্যানহাব নামক এক ফেইসবুক পাতা থেকে দেওয়া। সেখানে লেখা ছিল, “নাথান লেসলি ম্যাককালাম (জন্ম ১ সেপ্টেম্বর , ১৯৮০) একজন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি-২০ এবং আন্তর্জাতিক ওয়ানডেতে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। আজ সন্ধ্যায় তার স্ত্রী ভ্যানেসা জানিয়েছেন তিনি পরলোকগমন করেছেন।”

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন নাথান ম্যাককালাম। নিউজিল্যান্ডের হয়ে  তিনি  ৮৪ টি ওয়ানডে এবং ৬৩ টি টি-টোয়েন্টি খেলেছেন।

বড় ভাইয়ের মৃত্যুর মিথ্যা সংবাদে চটেছেন ব্রেন্ডন ম্যাককালামও। যেভাবেই হোক মিথ্যা সংবাদ প্রচারকারীকে বের করবেন বলে টুইট করেন তিনি। তিনি লিখেন, “আজ রাতে কেউ একজন সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিবে যে আমার ভাই মারা গিয়েছে। আমি নিউজিল্যান্ডে ফেরার ফ্লাইটে ছিলামে এবং আমার হৃদয় ভেঙে গিয়েছিল। এগুলো সত্যি নয়।” 


আরো পড়ুনঃ  ঘুরে দাঁড়ানোর টনিক সাকিবের একটি ‘কথা’

টেস্ট সিরিজ শুরুর আগে দলের সবাইকে উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দুঃস্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন সাকিব। রিয়াদের মতে, অধিনায়কের এই বিষয়টিই সবার ভালো করার তাড়না বাড়িয়েছে।

রিয়াদ বলেন, টেস্ট সিরিজ শুরুর সময় সাকিব একটা কথা বলেছিল- উইন্ডিজে আমরা কীভাবে… 


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টানা দু’বছর আত্মহত্যার চিন্তা করেছিলেন ভারতীয় ক্রিকেটার

ইংল্যান্ডে যাচ্ছেন না ‘৩’ ক্যারিবিয়ান ক্রিকেটার

সতীর্থদের কাছেই বর্ণবাদের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার

একচোখা কোচদের তীব্র সমালোচনায় রফিক

শোয়েব আখতারের বিরুদ্ধে ‘সাইবার ক্রাইম’ এর অভিযোগ