আমি তো কমবেশি ব্যাটিং করতে পারি : মিরাজ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। দলটির হয়ে প্রথম দুই ম্যাচের দুটোতেই তামিম ইকবালের সঙ্গে ব্যাট হাতে ওপেন করেছেন তিনি। তবে একেবারেই সুবিধা করতে পারছেন না। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়তে নারাজ মিরাজ। নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন, ওপরের দিকেও ব্যাটিং করতে পারেন।
অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে জায়গা হয় মিরাজের। তবে অভিষেকের পর নিচের দিকেই ব্যাট করতে দেখা গেছে তাকে। ২০১৮ সালের এশিয়াকাপের ফাইনাল ম্যাচে রীতিমত ওপেনারের ভূমিকায় দেখা যায় মিরাজকে। সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে ৩২ রানের একটি ইনিংস উপহার দেন মিরাজ।
Also Read - অজিদের দাপুটে জয়; সিরিজ হারল ভারতএরপর ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যায় মিরাজকে। বিপিএলের মঞ্চে ওপেন করেছেন তিনি। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে তামিমের সঙ্গে ইনিংস শুরু করছেন মিরাজ। তবে ফায়দা তুলতে পারছেন না। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মোটে ১ রান করেন তিনি।
আপাতত রান না পেলেও আত্মবিশ্বাসে কমতি নেই মিরাজের। আজ (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানান, ‘একটা জিনিস দেখেন, আমি তো কমবেশি ব্যাটিং করতে পারি। ওটা থেকেই আত্মবিশ্বাসটা আসে। আর সবচেয়ে বড় বিশ্বাস এসেছে এশিয়া কাপের ফাইনালে। এরপর থেকে আমার নিজের ভেতরে কনফিডেন্স চলে এসেছে।’
‘আমি নিজেকেও বিশ্বাস করানোর চেষ্টা করছি যে না আমি হয়তো উপরে ব্যাটিংটা করতে পারবো। এশিয়া কাপের পর তো গত বছর ফ্র্যাঞ্চাইজিতেও ওপেন করেছি। এই বছরও করেছি। ওর (এশিয়া কাপ ফাইনাল) পর থেকেই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে।’– সাথে যোগ করেন তিনি।
ব্যাটিংয়ের দুর্দশা কাটিয়ে উঠতে কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করছেন মিরাজ, ‘ব্যাটিংয়ে ভালো করতে পারছি না কিন্তু সবসময় কথা বলছি। কোচের সঙ্গেও কথা বলছি, তামিম ভাইয়ের সঙ্গেও কথা বলছি। আর দুইটা ম্যাচে হয়তো ক্লিক করতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করছি আর একটু পরিপূর্ণভাবে খেলার জন্য।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।