
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের তিন ফরম্যাটেই খেলছেন নিয়মিত। তার ওপর চোখ পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদেরও। ক্যারিয়ারের দারুণ এই সুসময়ে তাসকিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে?

এই প্রশ্নের উত্তর হল- তাসকিন নিজেই! তাসকিনের কাছে তিনি নিজেই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফলাফল নিয়ে না ভেবে নিজের প্রক্রিয়া ঠিক রাখা তাসকিন প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও উন্নত করতে চান।
বিডিক্রিকটাইমকে তিনি বলেন, ‘কখনও ভালো খেলব, কখনও খারাপ খেলব। ক্রিকেটারের জীবন এটাই। তবে মনোযোগ সবসময় অটুট রাখতে হবে। প্রতিদিন এক ভাগ হলেও যেন উন্নতি করতে পারি। আমি কীভাবে নিজেকে আরও ভালো করতে পারব সেখানেই সব মনোযোগ।’

বর্তমানে জাতীয় দলের একাধিক পেসার আছেন ইঞ্জুরিতে। শ্রীলঙ্কা সিরিজের আগে বাকিরা সেরে উঠলেও তাসকিনের এই সিরিজে অংশ নেওয়া অনিশ্চিত, এমনকি প্রথম টেস্টের দলেও তিনি নেই। চোটমুক্ত থাকার জন্য ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
তাসকিন আরও বলেন, ‘আল্লাহ যেন আমাদের পেসারদের সুস্থ রাখেন, ফিট রাখেন এই দোয়া করবেন। খেললে ভালো-খারাপ হবে, ইঞ্জুরিতে পড়ে গেলে কোনোটাই হওয়ার সুযোগ নেই। তখন লম্বা প্রক্রিয়া অনুসরণ করে আবার আসতে হয়। আমি সবসময় নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হতে চাই। সবসময় নিজের ব্যাটার ভার্শন আনতে চাই।’
টি-টোয়েন্টির র্যাংকিংয়ে বাংলাদেশের উত্থানhttps://t.co/NVPUU1fU1O
— bdcrictime.com (@BDCricTime) May 4, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।