Scores

আমি রেকর্ডের ব্যাপারে কিছু জানতাম না – আরাফাত সানি

রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ২.৪ ওভার বল করে কোন রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন আরাফাত সানি। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন উইকেট পাওয়ার হিসেবে এটি সেরা ইকোনোমি রেট। এর আগে সংক্ষিপ্ত ফরমেটের এই রেকর্ডটি ছিল লংকান বোলার দিনুকা হেত্তিয়ারাচ্চির দখলে। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ৫ বলে কোন রান না দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

“শেষ দুইটা ম্যাচ বল করে নিজের কাছেই কমফোর্টেবল মনে হচ্ছে। দুশ্চিন্তায় ছিলাম যে অনেকদিন পর নতুন অ্যাকশনে বল করবো, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু দুইটা ম্যাচ তো বেশ ভালোই বল করলাম।”

 

Also Read - বিপিএলে নতুন কীর্তি গড়লেন সাকিব


খুলনার বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্সের জয়ের দুই নায়ক।
খুলনার বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্সের জয়ের দুই নায়ক।

এমন অনন্য রেকর্ড সম্পর্কে নিজেও জানতেন না আরাফাত সানি। নিজের না জানা রেকর্ড সম্পর্কে এমনটিই বললেন টাইগার স্পিনার, ‘ইতিহাসে এটা যে রেকর্ড সেটা আমি নিজেও জানতাম না। আমি ভেবেছিলাম এটা হয়তো আমার সেরা বোলিং ফিগার। তাছাড়া ম্যাচ যখন শুরু হয় তখন আমার এমন কোন পরিকল্পনাও ছিল না। তবে রেকর্ডটি হওয়ার পরে ভালো লাগছে।’

ইতিহাস সৃষ্টিকারী এই দিনে রংপুরের হয়ে তৃতীয় ওভারে বল হাতে আসেন  সানি। এসে নিজের প্রথম ওভারেই তুলে নেন মেডেন। কিন্তু সেই বিষয়টিও নাকি তার জানা ছিল না। সোহাগ গাজীর থ্রোতে আব্দুল মজিদ রানআউট হলেও সেটি রান হয়েছে বলে ভুল করেছিলেন এই রংপুর বোলার, ‘প্রথম ওভারটি বুঝিওনি যে মেডেন হয়েছে। আব্দুল মজিদের রান আউট দেখে মনে হয়েছে সেটা রান হয়ে গেছে। আর শেষ বলে যেটা দুই রান হয় সেটাও লেগবাই ছিল। বুঝতেই পারিনি যে মেডেন ওভার ছিল।’

বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন অ্যাকশনে বল করা শুরু করেছেন আরাফাত সানি। নতুন অ্যাকশনের সঙ্গে তিনি কতটুকু মানিয়ে নিতে পেরেছেন জানতে চাওয়া হলে সানির অভিমত, ‘দুইটা ম্যাচ খেলাতে নিজের কাছে বেশ ভালো লাগছে। এর আগে টেনশনে ছিলাম যে অনেক দিন যাব‍ৎ নতুন অ্যাকশনে টি-টোয়েন্টি খেলিনি। তাই দুই ম্যাচে খেলে মনে হলো ভালই হচ্ছে।’

তিনি আরও বলেন, “অমি সব সময়ই চেষ্টা করি, রান না দিতে। উইকেট হয়তো আমার দিক থেকে না পড়লেও অন্য দিক থেকে ঠিকই পড়বে। কিন্তু আমার ফোকাস থাকে যে, যত কম রান দেয়া যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব