“আরও দাম পেতে পারতেন সাকিব”
আইপিএলে ৩ কোটি ২০ লক্ষ রূপি দিয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন আরো বেশি দাম পেতে পারতেন সাকিব আল হাসান।
Very good buy for @KKRiders. 3.2 for @Sah75official. Think he would have got higher if there was greater clarity on his availability.
Also Read - আইপিএলে নতুন ঠিকানায় মুস্তাফিজুর রহমান— Harsha Bhogle (@bhogleharsha) February 18, 2021
টুইটারে ভোগলে লিখেন, “কলকাতা নাইট রাইডার্সের জন্য দারুণ একটি ক্রয় হয়েছে। আমি মনে করি সাকিব আরো বেশি দাম পেতে পারতেন যদি তিনি কতদিন খেলতে পারবেন তা সম্পর্কে আরো পরিস্কার ধারণা থাকত।”
আইপিএলের সূচি এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে জুন পর্যন্ত চলবে এ টি-২০ টুর্নামেন্ট। কিন্তু মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। যদি সাকিবকে পুরো আইপিএলের জন্য বিসিবি অনাপত্তিপত্র না দেয় সেক্ষেত্রে কোয়ারেন্টিন নীতির কারণে দলের সঙ্গে সিরিজের আরো বেশ কয়েকদিন আগে যোগ দিতে হবে তাকে।
২ কোটি রুপিতে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স, দাম হাঁকায় ২ কোটি ২০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে বেশ কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তারই প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবই সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন মোট ৬৩টি ম্যাচ। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।