
এসিসি ইমার্জিং এশিয়া কাপ ২০১৮ আসরেরর গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে করাচির সাউদেন্ড মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দলের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেয়েছে আরব আমিরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় ৪ ওভারের খেলা শেষে দলটির সংগ্রহ বিনা উইকেটে ২৪ রান। ১১ রান নিয়ে রোহান ও ১৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন মোস্তফা। বাংলাদেশি বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও খালেদ আহমেদ ২ ওভার করে বল করলেও এখনো অবধি সাফল্যের মুখ দেখেননি।
৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাওয়া এ প্রতিযোগিতা্য গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক পাকিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।
We are just a sleep away from the first day’s action in the 2018 Emerging Teams Asia Cup! #PAKvHK #UAEvBAN pic.twitter.com/6SG18PBmCC
— AsianCricketCouncil (@ACCMedia1) December 5, 2018
প্রতিযোগিতা উদ্বোধনের দিন আজ আরব আমিরাতের মোকাবেলা করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল হংকংয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে দলটি। এরপর একদিন বিরতি দিয়ে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোহানদের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: রোহান মুস্তফা, মোহাম্মদ আশফাক আহমেদ, আহমেদ রাজা, সাইমান আনোয়ার, মোহাম্মদ উসমান, রজিজ শাহজাদ, ইমরান হায়দার, কাদির আহমেদ, গোলাম সাব্বির, মোহাম্মদ বোটা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী, শফিউল ইসলাম, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।
আরও পড়ুনঃ প্রস্তুতি ম্যাচে আগে বোলিংয়ে বিসিবি একাদশ