Scores

আরব আমিরাতে আইপিএল; স্থগিত হতে পারে দুইটি সিরিজ

করোনাভাইরাসের আক্রমণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আবার মাঠে ফিরবে এই টুর্নামেন্ট। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না আসলেও বোর্ডের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।

'ইংল্যান্ডে আইপিএল আয়োজন করলে সেটা অবৈধ হবে'

গত এপ্রিল মাসে ৯ তারিখ শুরু হয়েছিল আইপিএল ২০২১। ভারতেই অনুষ্ঠিত হয়েছিল এবারের আসরটি। কিন্তু একমাসও নির্বিঘ্নে চলতে পারেনি টুর্নামেন্টটি। করোনার হানায় আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। পুরো ভারত জুড়েই তখন করোনা পরিস্থিতিতে হাহাকার চলছিল। এখন করোনা ও ছত্রাকের একসাথে আক্রমণে ভারতের পরিস্থিতি ক্রমেই শোচনীয় হচ্ছে। ফলে সংযুক্ত আরব আমিরাতকেই আইপিএল আয়োজনের জন্য উপযুক্ত স্থান মনে করা হচ্ছে।

Also Read - কেন এই সেঞ্চুরি 'স্পেশাল', জানালেন মুশফিক


আগামী সেপ্টেম্বর মাসের ১৯ বা ২০ তারিখে টুর্নামেন্টটি পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে বিসিসিআই। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। যেখানে ১০ দিন ২টি করে ম্যাচ আয়োজিত হবে এবং ৭ দিন হবে ১টি করে ম্যাচ। তাছাড়া আছে প্লে-অফের ৪টি ম্যাচ।

আইপিএল শুরুর ঠিক আগের সময়টাতে ভারতীয় দল থাকবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে। সিরিজ শেষ করে ভারত ও ইংল্যান্ডের যে খেলোয়াড়রা আইপিএলে খেলবেন তারা একসাথেই একটি চার্টার্ড ফ্লাইটে ম্যানচেস্টার থেকে দুবাইয়ের পথে রওনা দিবেন। ইংল্যান্ড থেকে দুবাইয়ে যাওয়া ক্রিকেটারদের থাকতে হবে ৩ দিনের কোয়ারেন্টিনে। ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও ৩ দিনের কোয়ারেন্টিন করতে হবে।

সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন হতে যাওয়ায় আন্তর্জাতিক সূচিতেও ঘটবে ব্যাঘাত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের। আইপিএল সেপ্টেম্বরে উক্ত সময়ে শুরু হলে এই সিরিজটি স্থগিত কিংবা বাতিল হয়ে যাবে।

Related Articles

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

আইপিএলের পুরো টাকা পাবেন না সাকিব-মুস্তাফিজ

অবশেষে বাড়ি ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের অবশিষ্টাংশে খেলবেন না কামিন্স

মুরালির সঙ্গে মিল প্রসঙ্গে মুখ খুললেন মুস্তাফিজ