Scores

টি-টোয়েন্টিতে আরাফাত সানির উইকেটের শতক

আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সন্ধ্যায় মাঠে নামে প্রাইম দোলেশ্বর। দোলেশ্বরের স্পিনার আরাফাত সানি ইনিংসের প্রথম উইকেটটি তুলে নেয়ার মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেট শিকারের সেঞ্চুরি করেন।

সানি

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে একশ উইকেটের মালিক হলেন আরাফাত সানি। ৯৪ তম ম্যাচে এসে এই অর্জন করলেন তিনি। যার মধ্যে জাতীয় দলের জার্সিতে নিয়েছেন ১২ টি উইকেট। বাকি ৮৮ টি উইকেট বিপিএল, ডিপিএল টি-টোয়েন্টিসহ স্বীকৃত সকল টি-টোয়ন্টি ম্যাচের শিকার। টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওই একবারই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন।

Also Read - দোলেশ্বরকে এবার ফাইনালে তুললেন ফরহাদ রেজা


জাতীয় দলে ভালোই পারফর্ম করছিলেন তিনি। হতে পারতো একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। বোলিং অ্যাকশন শুধরানোর জন্য নির্বাসনে যেয়ে আর স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সাকিবের দখলে। ২৯৫ ম্যাচ থেকে বাঁহাতি এ স্পিনারের শিকার ৩৪৪ উইকেট। ১৩৮ উইকেট নিয়ে এর পরের অবস্থানে রয়েছেন মাশরাফি মুর্তজা। এর পরের দুই অবস্থানে আছেন যথাক্রমে রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি ছয়জন বাংলাদেশি ক্রিকেটার-

১. সাকিব আল হাসান- ৩৪৪ উইকেট।
২. মাশরাফি বিন মুর্তজা- ১৩৮ উইকেট।
৩. রুবেল হোসেন- ১১৭ উইকেট।
৪. মুস্তাফিজুর রহমান- ১১০ উইকেট।
৫. আল আমিন হোসেন- ১০২ উইকেট।
৬. আরাফাত সানি- ১০০ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সানির চোখে ‘ন্যাচারাল’ মুস্তাফিজ

বারবার নেতৃত্ব বদলে সমস্যা দেখছে না রংপুর

বিশ্বকাপ নয়, বিপিএলে পুরোপুরি মনোযোগ সানির

ভারতকে সিরিজ হারানো ‘অসম্ভব’ নয়!

‘গ্রেট’ ভেট্টোরির কাছ থেকে অনেক শিখতে চান সানি