Scores

আরিফুলের কাছে ধারাবাহিকতা চান নির্বাচকরা

আরিফুল হক- সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনের পরিচিত এক নাম। ১৯৯২ সালে রংপুরে জন্ম নেওয়া এই ক্রিকেটার চলতি বছর অভিষেক ঘটিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে। এর আগে সর্বশেষ বিপিএলে আরিফুলের পারফরমেন্স ছিল সন্তোষজনক। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে আসা এই ক্রিকেটার চলমান বিপিএলেও দেখিয়েছেন চমক।

মাহেলার কোচিংয়ে শুধরেছেন আরিফুল
আরিফুল হক। ছবিঃ বিডিক্রিকটাইম

আরিফুলের এমন পারফরমেন্স স্বভাবতই কেড়েছে নির্বাচকদের দৃষ্টি। এই পেস বোলিং অলরাউন্ডারের পারফরমেন্সে নির্বাচকরা ভাবছেন জাতীয় দলের ছয়-সাত নম্বর ব্যাটিং পজিশনে এতদিন ধরে থাকা ঘাটতি নিয়েও।

সম্প্রতি আরিফুল হক প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ওর সহজাত সামর্থ্য যতটা ছিল, সেটি অনেক বাড়িয়েছে পরিশ্রম করে। খুব কষ্ট করে ছেলেটা। অনেক দিন ধরেই কিন্তু খেলছে, তবে একটা সময় পর্যন্ত আলোচনায় ছিল না। পরিশ্রম করেই নিজেকে এই জায়গাটায় তুলে এনেছে। ওকে নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় দলে বিবেচিত হচ্ছে, এটাও ওর নিষ্ঠার একটা পুরস্কার।’

Also Read - ইনজুরির কারণে খেলতে না পারলে দৃষ্টির অগোচর!


আপাতত আরিফুল নির্বাচকদের ভাবনায় আছেন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্যই। হাবিবুল বাশার বলেন, ‘টি-টোয়েন্টির বিবেচনায় তো থাকবেই। তবে সব সংস্করণেই বিবেচনার জন্য একটু তাড়াহুড়ো হয়ে যায়। আমরা ওর পারফরম্যান্স, ওর উন্নতিতে চোখ রাখছি। জাতীয় দলের ক্যাম্প বলুন বা ‘এ’ দল, সেসবে আরিফুল অবশ্যই থাকবে। ভালো করলে তো পরের স্তরের সুযোগ যে কোনো সময়ই আসবে।’

নির্বাচকদের আস্থা জাগাচ্ছে আরিফুলের বয়স। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বয়স এতো বেশি হয়ে যায়নি, আবার নন তরুণও। সব মিলিয়ে অভিজ্ঞ এক সেনানী। সেদিকে ইঙ্গিত করে সুমন বলেন, ‘একটা ব্যাপার ওর পক্ষে আছে, বয়স। খুব তরুণ নয়, আবার বয়স বেশিও নয়। ঘরোয়া ক্রিকেট খেলে বেশ পোক্ত হয়ে উঠেছে। নির্বাচক হিসেবে আমরা খুশি যে একজন ক্রিকেটার এ রকম পরিশ্রম করে উঠে আসছে, যাকে আমরা ভবিষ্যতের জন্য ভাবতে পারি। তবে অবশ্যই এই প্রচেষ্টা, উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

আরও পড়ুনঃ বাদ পড়েও ‘রুকি’ ক্যাটাগরিতে মোসাদ্দেক?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অজুহাত খুঁজতে নারাজ আরিফুল

আরিফুলের দিন কাটছে ‘বিধ্বস্ত দলকে আত্মবিশ্বাসী’ করার গল্প দেখে

শ্রীলঙ্কায় যাচ্ছেন পাঁচ ক্রিকেটার

আউট হলেন আরিফুল, চাপে সফরকারীরা

জাকির-আরিফুলে লড়ছে অনূর্ধ্ব ২৩ দল