Scores

আর্চারের তাচ্ছিল্যের জবাব দিয়েও ক্ষমা চাইলেন বেস্ট

কথার লড়াইয়ে মেতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার টিনো বেস্ট ও ইংল্যান্ডের পেসার জফরা আর্চার। আর্চারকে একাদশে রাখা নিয়ে বেস্ট মন্তব্য করলে ক্ষেপে যান এই তরুণ পেসার। তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাদের কথার লড়াই শুরু হয়। যার ইতি টেনেছেন বেস্টই।

আর্চারের তাচ্ছিল্যের জবাব দিলেন বেস্ট

আর্চার ওয়েস্ট ইন্ডিজে বেড়ে ওঠা এক তরুণ। অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। তারপর বাবার দেশে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার জন্য। সুযোগও পেয়ে গিয়েছেন। সুযোগ পাওয়ার প্রথম বড় টুর্নামেন্টেই দলকে জয় এনে দিয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন। কিন্তু তার উপরে ঠিকই চাপা ক্ষোভ আছে ক্যারবিয়ানদের।

Also Read - বাংলাদেশকে গোণায়ই ধরছিলেন না ভারতীয় ক্রিকেটাররা


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের ইনিংসে আর্চারের বোলিং পারফরম্যান্স ভালো না হলে বেস্ট এক টুইট বার্তায় বলেন, ‘সত্যি বুঝতে পারছি না কেন ব্রডের বদলে আর্চারকে খেলানো হচ্ছে। আপনার দলে উড আছে যে ৯০+ মাইল গতিতে বল করতে পারে। আর্চার তো ব্রডের মতই করছে। এটা মোটেও উচিৎ হল না।’

এতে ক্ষেপে যান আর্চার। এতো বুদ্ধি নিয়েও বেস্ট কেন তাহলে দলের কোচ না তাই জিজ্ঞাসা করে তাচ্ছিল্য করেন তিনি। এর জবাবও দিয়েছেন সাবেক ক্যারিবিয়ান পেসার।

বেস্ট বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো না। এখানে কথা হচ্ছে তোমার বোলিং পারফর্ম নিয়ে। তুমি অ্যাশেজের মতো দ্রুত বোলিং করতে পারোনি। এখন ঘুমাতে যাও আর বিশ্রাম নিয়ে তৈরি হও দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত হওয়ার জন্য।’

তারপরে আবার উত্তর দেন আর্চার। বেস্টের জীবনটা আরও বেদনাদায়ক হওয়ার উচিত ছিল বলে মনে করেন তিনি। বেস্ট আর আর্চারের সাথে তর্কে জড়াতে চাননি। তাই সেখানেই কথার ইতি টানার জন্য বলে তিনি। সেই তর্কে জড়ানোর জন্য ক্ষমা প্রার্থনাও করেন বেস্ট। আর্চারকে শুভ কামনাও জানান তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা