Scores

আর্চারের বিশ্বাস, ‘স্পিন দিয়ে ইংল্যান্ডকে হারাতে পারবে না ভারত’

ভারতের মাটিতে ইংল্যান্ডকে স্পিন দিয়ে হারাতে পারবে না রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দররা। সম্প্রতি ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনা এমনটাই জানান এই ইংলিশ ফাস্ট বোলার।

দ্বিতীয়বারও করোনা পরীক্ষায় উতরে গেলেন আর্চার

স্পিন অ্যাটাকে উপ-মহাদেশের মাটিতে এমনিতেই শক্তিশালী ছিল ভারত। বিগত কয়েক বছর ধরে স্পিনারের পাশাপাশি ভারতের পেসাররাও সমানতালে দেশে এবং দেশের বাইরে পারফর্ম করে যাচ্ছেন। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ওই সিরিজে কোন উইকেটে খেলবে তা বলাটা অতোটা কঠিনও নয়।

Also Read - বাংলাদেশের টেস্ট দলে অনভিষিক্ত '২' ক্রিকেটার


আন্দাজ করে বলাই যায়, ইংলিশদের জন্য স্পিন উইকেট তৈরি করতে পারে ভারত। তবে কেবল স্পিন দিয়েই ইংল্যান্ডকে আটকাতে পারবে না বলছেন ইংলিশ পেসার আর্চার। তার মতে বর্তমানে দুই দলই- স্পিন বিভাগে বেশ শক্তিশালী।

“আমি আশা করব, পিচ যেন পেসারদের একটু সাহায্য করে। আশা করব, আমরাও যেন উইকেট পাই। কেননা, আমার কাছে মনে হয়, স্পিনের লড়াইয়ে দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই। স্পিনের যুদ্ধে আমরাও ছেড়ে কথা বলব না। তখন স্বাভাবিকভাবেই ম্যাচ একপেশে হবে না। আমাদের স্কোয়াডেও অনেক ভালো স্পিনার আছে, তাই ভারত চাইলেও আমাদের স্পিনের লড়াইয়ে হারাতে পারবে না বলে আমার বিশ্বাস।”

সম্প্রতি সময়ে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতে এসেছে ইংল্যান্ড। সেখানেও ছিল স্পিনারদের আদিপত্য। এছাড়াও আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে স্টোকস, আর্চার, বাটলারদের। তবে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে যে টেস্ট ফরম্যাট ভিন্ন সেটিও আলাদা করে বললেন আর্চার।

“আইপিএলে ব্যাটসম্যানরা আপনাকে মার‍তে চাইবে। কিন্তু টেস্টে তারা একের পর এক বল ঠেকিয়ে যাবে, রান তোলার তাড়ায় থাকবে না। আর উইকেট থেকেও যদি তেমন কোনো সাহায্য পাওয়া না যায়, তাহলে ব্যাটসম্যানদের আউট করা কষ্টকর হবে।”

আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের মধ্যে লড়াই। চার টেস্টের মধ্যে প্রথম দুটিই অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে এবং পরের দুটি আহমেদাবাদে তারমধ্যে একটি অনুষ্ঠিত হবে দিবারাত্রির টেস্ট।

Related Articles

বাংলাদেশ সফরে আসবেন তো ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা?

রেকর্ড জুটি গড়ে ফিরলেন শান্ত-মুমিনুল

অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন রাজা

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড় শতাধিক রানে হাসছে বাংলাদেশ

রিজওয়ানের ব্যাটে জিম্বাবুয়ের জয় ঠেকাল পাকিস্তান