Scores

‘আলহামদুলিল্লাহ, অবশেষে দেশে ফিরছি’

সবকিছু ঠিকঠাক থাকলে এখন ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ব্যাট-বলের লড়াইয়ে ব্যস্ত থাকার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের পেস বোলিংয়ের বিপক্ষে খেলতে দেখা যেতো তামিম ইকবাল, সাদমান ইসলামদের।

 দেশের উদ্দেশ্যে নিউজিল্যান্ড ছেড়েছেন টাইগাররা

Also Read - যে কারণে মসজিদে যেতে দেরি করেছিলেন টাইগাররা

কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় বদলে গেল সব। মাঠে নামার বদলে বাংলাদেশ দল চেপে বসেছে দেশে ফেরার বিমানে। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে রওনা হয়েছে বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটারসহ মোট ১৯ সদস্য। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ সময় শুক্রবার (১৫ মার্চ) ভোররাত ৩টার দিকে টাইগার ক্রিকেটাররা ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছান। এরপর বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইনসযোগে বাংলাদেশের উদ্দেশ্যে তারা নিউজিল্যান্ড ত্যাগ করেন। দেশে ফিরে আসার তালিকায় ১৫ জন ক্রিকেটারসহ মোট ১৯ জন রয়েছেন।

মোট ১৯ জন ফিরলেও কোচিং স্টাফদের কেউ কেউ দলের সঙ্গে ফিরছেন না। তাদের মধ্যে কেউ ওয়েস্ট ইন্ডিজ বা কেউ দক্ষিণ আফ্রিকায় যাবেন।

মসজিদে সন্ত্রাসী হামলা নিজ চোখে দেখা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মুশফিকুর রহিম এক টুইট বার্তায় দেশে ফিরে আসায় শুকরিয়া প্রকাশ করেছেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে দেশে ফিরছি।’

প্রসঙ্গতঃ নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার সময় খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে মসজিদে ঢোকার মুখে অজ্ঞাত এক নারীর কাছ থেকে হামলার সতর্কবার্তা পেয়ে কোনোরকমে বেঁচে ফিরেছেন তামিম, মিরাজ, তাইজুলরা।

পরে শুরুতে ঘটনাস্থল থেকে অদূরবর্তী হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিজেদের টিম হোটেলে ফিরে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তারা শুরুতেই জানিয়ে দেন যত দ্রুত সম্ভব দেশে ফেরার ইচ্ছা। কেননা এমন এক ঘটনার সাক্ষী হওয়ার পর ক্রিকেট খেলার মানসিক অবস্থায় ছিলেন না কেউই।

টাইগাররা দেশে ফেরার উদ্দেশে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় মাহমুদউল্লাহ-মুশফিকরা তাদের লাগেজ নিয়ে বিমানবন্দরে ভেতরে ঢুকছেন। ওই হামলার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


Related Articles

ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেল ভারত ও নিউজিল্যান্ড

কিউই রূপকথা : উইলিয়ামসনের হাত ধরে ৭ থেকে শীর্ষে

জেমিসন-উইলিয়ামসন তোপে হোয়াইটওয়াশ পাকিস্তান

উইলিয়ামসনের দ্বিশতক; রান পাহাড়ে চাপা পড়ল পাকিস্তান

উইলিয়ামসনের ধ্রুপদী ব্যাটিংয়ে বড় লিডে চাপা পড়ার শঙ্কায় পাকিস্তান