Scores

আলাদা কোচ ঠিক করেছেন সোহান

জাতীয় দলের বাইরে থাকাতে নিজের মত করেই প্রস্তুতি নিচ্ছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে চান তিনি। তবে আক্ষেপ রয়েছে এ উইকেটকিপার ব্যাটসম্যানের।

সর্বশেষ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ছবিঃ এএফপি

নুরুল হাসানকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা উইকেটকিপারদের একজন। মুশফিক, লিটন, এনামুলদের চেয়েও কিপিংয়ে সোহানকেই এগিয়ে রাখে সবাই। দীর্ঘ কয়েক বছর জাতীয় দলের আশেপাশে থেকেও বর্তমানে অনেক দূরে চলে গিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিয়ার এত লম্বা না হলেও ঠাই মেলেনি ৩৫ সদস্যর দলে।

Also Read - বদলে যাচ্ছে বিখ্যাত ফিরোজ শাহ্‌ কোটলা স্টেডিয়ামের নাম


যার জন্য আক্ষেপটা আরেকটু বেশি নুরুলের। আফগানিস্তান ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩৫ সদস্যর প্রাথমিক দলে জায়গা না মিললেও বসে থাকছেন এ উইকেটরক্ষক। নিজের মত করেই প্রস্তুতি সারবেন তিনি। ব্যাটিং, কিপিংয়ের জন্য আলাদা কোচ রেখেছেন তিনি। যাদের অধীনে অনুশীলন করে যাবেন নুরুল হাসান সোহান।

“সত্যি কথা বলতে ব্যক্তিগত ট্রেনার রেখেছি প্রস্তুতির জন্য। ব্যাটিং কিংবা উইকেট কিপিংয়ের জন্য আলাদা কোচ ঠিক করেছি। আমার কাছে মনে হচ্ছে যে নিজের ক্যারিয়ার ঠিক করতে হলে নিজেকেই কিছু করতে হবে। সেদিক থেকেই এগোচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “আসলে শেষ তিন চার বছর ধরে জাতীয় দলের সঙ্গে এভাবেই আছি। সবসময় সেই চিন্তাটাই করি যে যেকোনো সময় বাদ যেতে পারি। আপনি যখন জাতীয় দলের সঙ্গে আছেন, কিন্তু ৩৫ জনের দলে থাকবেন না, তখন নিজের কাছে খারাপ লাগবেই। ভালো ছন্দে ছিলাম। ধারাবাহিকভাবে গত কিছুদিন থেকে ভালো খেলে আসছি।”

৩৫ সদস্যর দলে জায়গা না পেলেও প্রফেশনাল ক্রিকেটার হিসেবে ভেঙে পড়তে চান না নুরুল হাসান। যতটা সম্ভব নিজেকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করেন তিনি।

“আসলে এটি নিয়ে যদি চিন্তা করি তাহলে মানসিকভাবে অনেক নিচে নেমে যাব। সবসময়ই নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। তবে সবথেকে বড় কথা আমার মনে হয় বড় মানের খেলোয়াড় হতে হলে মানসিক দিক থেকে অনেক শক্ত হওয়া উচিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টি-টোয়েন্টিতে কোথায় পিছিয়ে বাংলাদেশ জানালেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ সিরিজে ধোনিকে রাখার পক্ষে নন গাভাস্কার

আইপিএল থেকে মালিঙ্গাদের উপর চাপ দেয়া হচ্ছে!

সাকিব-রিয়াদের অনুপ্রেরণাতেই সফল আমিনুল

‘আমাদের এই জায়গাটাতে ঘাটতি রয়েছে’