Scores

‘আল্লাহর কাছে বিচার’ দিলেন মিয়াঁদাদ

১৯৯৯ সালে ভারত সিরিজের জন্য পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়ে তৎকালীন প্রধান কোচ জাভেদ মিয়াঁদাদের অসহযোগিতামূলক আচরণের শিকার হয়েছিলেন- নিজের আত্মজীবনী গেম চেঞ্জার এ এমন দাবিই করেন আফ্রিদি।

‘আল্লাহর কাছে বিচার’ দিলেন মিয়াঁদাদ

সম্প্রতি উন্মোচিত হওয়া নিজের আত্মজীবনীতে আফ্রিদি বেশ কিছু বিষয় নিয়ে বোমা ফাটিয়েছেন। ‘দুর্ভাগ্যবশত’ সেখানে জায়গা করে নিয়েছেন মিয়াঁদাদও। অতীতে বেশ কয়েকবার শোনা গেছে আফ্রিদি ও মিয়াঁদাদের শীতল সম্পর্কের কথা। সেই কথাগুলো আবারো যেন সমালোচনার টেবিলে ‘প্রাণ ফিরে পেয়েছে’ আফ্রিদির অদ্ভুত দাবির পর।

Also Read - কোহলির সাথে ঝগড়া হলে দরজা ভাঙেন আম্পায়ারও!


গেম চেঞ্জার এ আফ্রিদি দাবি করেন-

‘ঐ সময়ে (১৯৯৯) মিয়াঁদাদ আমাকে দল থেকে বের করে দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছেন। এমনকি ভারতের বিপক্ষে টেস্টের আগে দলের অনুশীলনে অংশ নিতে আমাকে অনুমতি দেননি। তিনি আমার ব্যাটিং স্টাইল পছন্দ করতেন না। প্রায়ই তা পরিবর্তনে আমাকে জোর করতেন।’

তবে বিষয়টি নিয়ে আলোচনার দিন তিনেক পার হওয়ার পর মুখ খুলেছেন মিয়াঁদাদ। আফ্রিদির এমন অভিযোগে তিনি যেন রীতিমত নির্বাক হয়ে পড়েছেন, আর তাই পৃথিবীর কারো কাছে বিচার না চেয়ে বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছেই!

মিয়াঁদাদ বলেন, ‘আমি সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। তবে এটা কি সম্ভব যে টেস্ট ম্যাচের একদিন আগে কোনো খেলোয়াড়কে নেটে অনুশীলনের সুযোগ দেওয়া হচ্ছে না! আমি তাকে সবসময়ই বলতাম, সে পাকিস্তানের সেরা একজন ক্রিকেটার। তার ব্যাটিং টেকনিক উন্নতির জন্য আমি ঘণ্টার পর ঘণ্টা তার সঙ্গে নেটে কাটিয়েছি।’

মিয়াঁদাদের অভিমত, বইয়ের বিক্রি বাড়াতেই আফ্রিদি এমন চটকদার তথ্য দিয়ে সাজিয়েছেন তার আত্মজীবনী। আর তাই আফ্রিদির এমন ‘মিথ্যাচার’ দেখে খুব বেশি অবাকও হননি তিনি!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাইফউদ্দিনের বোলিং তোপের পরও আফগানদের লড়াকু পূঁজি

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

বাংলাদেশ হারলেই আফগানিস্তানের বিশ্বরেকর্ড!

বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির ‘শক্তিশালী’ আফগানিস্তান