Scores

আল আমিনের কাছে দুর্ভাবনার নাম ‘টস’!

চলমান ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ‘টস’। টসের ভূমিকা থাকে যেকোনো ক্রিকেট ম্যাচেই। তবে এবার টস যেন মুখ্য ভূমিকা পালনে ব্যস্ত!

আল আমিনের কাছে দুর্ভাবনার নাম ‘টস’!

দিল্লীতে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ভারতকে ১৪৮ রানে আটকে টাইগাররা ম্যাচ জিতে ৭ উইকেটে। রাজকোটে দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় অভ্যস্ত ভারত টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যা তাদের ৮ উইকেটের জয় এনে দেয়। এই জয়ে সিরিজে এসেছে সমতা। একইসাথে প্রমাণিত হয়েছে- তিন ম্যাচ সিরিজে টস অশরীরী উপস্থিতি নিয়ে রাখছে সবচেয়ে বড় ভূমিকা!

Also Read - জমজমাট ম্যাচের প্রত্যাশা উমেশ যাদবের


বাংলাদেশ দলের পেসার আল আমিনের দুর্ভাবনা সেই টস নিয়েই। নাগপুরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে উইকেট হবে অনেকটা দিল্লীর উইকেটের মত। ভারত প্রথমে ব্যাট করলে তা সুবিধাজনক হতে পারে বাংলাদেশের জন্য। যদিও ভারত টস জিতলে তারাও চাইবে পরে ব্যাট করতে।


বিডিক্রিকটাইমকে আল আমিন জানান, সিরিজ জিততে হলে শেষ ম্যাচে মূল দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদেরকে। তিনি বলেন, ‘এখানকার উইকেট দিল্লীর মত। প্রথমে ব্যাট করলে ১৫০-১৬০ রানের মত উঠে। তাই আমাদের ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে।’

বোলারদের জন্য উইকেট সহায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ব্যাটসম্যানরা নাহয় একটু বেশি সাবধানী ও ‘স্মার্ট’ হলেন। কিন্তু ভারত যে রান তাড়ায় সেরা! বাংলাদেশকে যদি প্রথমে ব্যাট করতে হয়?

আল আমিনের কাছে দুর্ভাবনা তাই টস। তিনি বলেন, ‘টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যারা পরে বল করবে তাদের জন্য শিশির বড় এক চ্যালেঞ্জ। বল শিশিরে ভিজে যায়, ভারি হয়ে যায়। ফলে গ্রিপ করতে সমস্যা হয়।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ধোনির জন্য বিশ্বকাপ ফাইনালে ‘দুইবার’ টস করতে হয়

ক্রিকইনফোর ‘ড্রিম টিম’ এ সাকিব আল হাসান

শচীনের থেকে লারাকে এগিয়ে রাখেন রফিক

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

পেসারদের সফল হওয়ার জন্য ‘আগ্রাসন’ প্রয়োজন