Scores

আশরাফুলের ঐতিহাসিক ব্যাটের নিলাম বাতিল!

করোনাভাইরাস মোকাবেলায় তহবিল গঠনে নিজের ঐতিহাসিক ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবেক এই অধিনায়ক।

আশরাফুলের কার্ডিফ-জয়ের ব্যাট নিলামের দিনক্ষণ চূড়ান্ত

সম্প্রতি মুশফিকুর রহিমের ব্যাট নিলামে তুললে ভুয়া বিডিংয়ের কারণে নিলাম মাঝপথে বন্ধ হয়। এরপরই আশরাফুল ব্যাটের নিলাম থেকে সরে আসার সিদ্ধান্ত জানালেন। বিডিক্রিকটাইমকে আশরাফুল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

Also Read - তামিমের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচ


২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়া বধের ম্যাচে ঐতিহাসিক এক শতক হাঁকান আশরাফুল। ঐ ম্যাচের ব্যাটটিই তিনি নিলামে তুলতে চেয়েছিলেন। ভিত্তিমূল্য ও নিলাম প্রক্রিয়ার বিষয়ে একাধিক প্লাটফর্মের সাথে আলোচনাও করছিলেন। কিন্তু নিলাম শুরুর আগেই এ যাত্রায় তা বন্ধ হয়ে গেল।

২০০৫ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। ১৮ জুন কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে ২৪৯ রান জড়ো করে অস্ট্রেলিয়া। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, মাইক হাসি, জেসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রাদের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্যও সহজ ছিল না বাংলাদেশের জন্য। শুরুতেই জাভেদ ওমর, নাফিস ইকবাল ও তুষার ইমরানকে হারিয়ে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দল চাপে পড়ে যায়। সেই চাপ সামাল দেন আশরাফুল


চার নম্বরে ব্যাট করতে নেমে ১০১ বলে ১০০ রান করে তবেই ফেরেন সাজঘরে। ততক্ষণে দলকে এনে দিয়েছেন জয়ের ভিত। আফতাব আহমেদের ঝড়ো ব্যাটিং ও হাবিবুল বাশারের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশকে ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় এনে দেয়।

বাংলাদেশের সেই জয়কে অঘটন হিসেবে দেখতে বাধ্য হয়েছিল বিশ্ব ক্রিকেট। কারণ অস্ট্রেলিয়া তখন ফর্মের তুঙ্গে। সেই অস্ট্রেলিয়া-বধ বা কার্ডিফ জয়ের ব্যাটের নিলামের বিষয়ে সমর্থকদের মধ্যেও ছিল তুমুল আগ্রহ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও দল থেকে বাদ

নতুন যুব দল গঠনের দায়িত্বে অপি-তালহা

করোনার জেরে চাকরি হারাচ্ছেন ডেভ হোয়াটমোর

মাস্ক না পরে জাদেজা-পত্নীর তর্ক, অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ

৪৫ ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প