Scores

আসছে বিপিএলের আদলে টি-২০ টুর্নামেন্ট

দেশের প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে বিপিএলের মতো আরও একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল অনেক দিনেরই। গত বিপিএলের সময় বিষয়টি আবারও আসে আলোচনায়। এ সময় ক্রিকেট অঙ্গনের সবাই-ই বিষয়টিকে সাধুবাদ জানান।

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আলাদা টি-২০'র পরিকল্পনা বিসিবির

টি-২০ ক্রিকেটে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। এর অন্যতম কারণ বিপিএলের মতো ঘরোয়া আসরে বিদেশি ক্রিকেটারদের জয়জয়কার। বিপিএলের মতো আয়োজনে দেশি ক্রিকেটাররা কতটুকুই বা লাভবান হচ্ছেন, উঠছিল এমন প্রশ্নও। সমাধান হিসেবেই আসে বিপিএলের আদলে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের, যে ঘরোয়া আসরটিতে খেলবেন কেবল দেশি ক্রিকেটাররা।

Also Read - স্বাধীনতা দিবস ক্রিকেটে সাবেকদের মেলা


এবার সেই আসর মাঠে নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি, যা আয়োজিত হবে আগামী বিপিএলের আগেই। ষষ্ঠ বিপিএলের আগে নিজেদের ঝালাই করে নিতে এই আসর হবে দেশি ক্রিকেটারদের উত্তম মঞ্চ।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার সাংবাদিকদের বলেন, ‘বিপিএলের আগে একটা টি-টোয়েন্টি করার চিন্তা ভাবনা আমাদের আছে। বিপিএলের সেক্রেটারি সাহেব অলরেডি সেটা ডিক্লেয়ার করেছেন। (আয়োজিত হবে) বাংলাদেশের বেস্ট প্লেয়ারদের নিয়ে।’ 

টুর্নামেন্টের দল বিভাজনের ক্ষেত্রে অনুসরণ করা হবে প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলকে। বিসিএলের মতোই চার অঞ্চলের প্রথম সারির ক্রিকেটাররা নিজস্ব অঞ্চলের হয়ে নামবেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে।

আকরাম খান বলেন, ‘দলগুলো বিসিএলের মত। যেমন চারটা দল ভাগ করে আমরা যে টুর্নামেন্ট করি ওই টাইপের টুর্নামেন্ট মাথায় আছে। যেখানে সুযোগ পাচ্ছেন দেশের চারটি অঞ্চলের সেরা ক্রিকেটাররা।’

এর আগেও অবশ্য একবার দেশি ক্রিকেটারদের নিয়ে টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। ২০১৩ সালে আয়োজিত ঐ আসরের নাম ছিল ‘বিজয় দিবস টি-২০’। দেশের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টটি ছিল দর্শক নন্দিত ও প্রশংসনীয়। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, এমন টুর্নামেন্ট আরও আয়োজন করলে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরই মঙ্গল হবে।

আরও পড়ুনঃ সিনিয়রদের বিশ্রামের ভাবনা বিসিবির

Related Articles

এবার ক্ষতিপূরণ পাবেন না মুস্তাফিজ

‘প্ল্যান এ, বি, সি’ প্রস্তুত রেখেছে বিসিবি

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে এগিয়ে জন লুইস

প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে বিসিবি

শেষমুহূর্তে শ্রীলঙ্কা সফর নিয়ে টানাপোড়েনে বিসিবি