Scores

আসলেই কি বাংলাদেশের ফিল্ডিং সাজিয়েছিলেন ধোনি?

মঙ্গলবার (২৮ মে) আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ম্যাচের এক মুহূর্তে দেখা যায় বাংলাদেশি সাব্বির রহমানকে থামিয়ে দিয়ে কিছু বলছেন মহেন্দ্র সিং ধোনি। গুঞ্জন ওঠে, তখন বাংলাদেশের ফিন্ডিং সাজানো নিয়ে কথা বলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। কিছু এই অনুমানটী আসলে ভুল ছিল।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে ভারতকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিলেন ধোনি ও লোকেশ রাহুল।

Also Read - ৯ম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করবে টাইগাররা!


ভারতের ইনিংসের ৪০তম ওভারে বল করছিলেন সাব্বির রহমান। লেগ স্পিনার সাব্বির যখন একটি বল ডেলিভারি করতে যাচ্ছিলেন তখন দেখা যায় ধোনি তাকে থামিয়ে দেয় এবং কিছু কথা বলে। সাব্বির থেমে যান ও স্কয়ার লেগের ফিল্ডারের সাথে কথা বলেন।

ভিডিওটি দেখুন এখানে-

উক্ত ঘটনাকে অনেকেই বলছেন, ধোনি তখন বাংলাদেশের ফিল্ডিং সাজানোর জন্যই সাব্বিরকে থামিয়েছিলেন। কিন্তু প্রকৃত ঘটনা ছিল, তখন স্কয়ার লেগের ফিল্ডার জায়গায় আসছিলেন কিন্তু তিনি সঠিক জায়গায় পৌঁছানোর আগেই সাব্বির বল ডেলিভারি দিতে যাচ্ছিলেন। উক্ত ঘটনা দেখেই ধোনি সাব্বিরকে থামিয়েছিলেন। তখন সাব্বির থেমে যান এবং ফিল্ডারের ঠিকভাবে অবস্থান নেয়ার জন্য তাগাদা দেন। ফিল্ডার সঠিক স্থানে দাঁড়ানোর পরেই আবার খেলা শুরু হয়।

ম্যাচে ১টি উইকেট শিকার করেন পার্টটাইম লেগ স্পিনার সাব্বির। এই ম্যাচে বল করেছিলেন বাংলাদেশের ৯ জন বোলার। অবশ্য প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ ৯৫ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে। লিটন দাস ও মুশফিকুর রহিম ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস