Scores

আসিফ-আমির-বাটদের ফাঁসিতে ঝোলানো উচিৎ!

মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ, সালমান বাট- পাকিস্তানের বিতর্কিত তিন ক্রিকেটার। ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে পেয়েছিলেন শাস্তি। যদিও তিনজনই ফের ক্রিকেটে ফিরেছেন। আমির খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটও। তবে জুয়াড়ির প্রস্তাবে যারা ফিক্সিং করেন, তাদের এমন প্রত্যাবর্তনের দেওয়ার পক্ষে নেই আমির-আসিফ-বাটদেরই স্বদেশী সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

আসিফ-আমির-বাটদের-ফাঁসিতে-ঝোলানো-উচিৎ

সম্প্রতি ফিচারদের তীব্র ক্ষোভ প্রকাশ করে মিয়াঁদাদ বলেন, ‘যেসব ক্রিকেটার স্পট ফিক্সিংয়ে জড়ায় তাদের গুরুতর শাস্তি দেওয়া উচিৎ। ফিক্সারদের ফাঁসিতে ঝোলানো উচিৎ।’

Also Read - শখের জিনিস নিলামে তুলছেন ওয়াসিম-গফ







কারণ হিসেবে মিয়াঁদাদ জানিয়েছেন, মানুষের সবচেয়ে নিকৃষ্ট দোষের সমতুল্য ফিক্সিং। তাই শাস্তিটাও সর্বোচ্চ হওয়া উচিৎ।

মিয়াঁদাদ বলেন, ‘একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ, যাতে আর কোনো ক্রিকেটার এমন করার কথা ভাবতেও না পারে। আমাদের ধর্মও এমন কাজ সমর্থন করে না, তাই এটা যথাযথভাবে মেনে চলে উচিৎ (ফিক্সিং থেকে বিরত থাকা উচিৎ)।’





আমির এখন আবারো প্রতাপের সাথে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। বাট পাকিস্তান সুপার লিগেও খেলেছেন। আসিফ খেলেছেন ঘরোয়া ক্রিকেট। তবে ফিক্সারদের ফেরার সুযোগ দেওয়ায় পিসিবির উপরও ক্ষোভ মিয়াঁদাদের, ‘তাদের ক্ষমা করে পিসিবি ঠিক করছে না। এমন খেলোয়াড়দের যারা ফিরিয়ে আনে তাদের লজ্জা পাওয়া উচিৎ। যারা এমন দোষ করে, আমার মনে হয় তারা তাদের পরিবার, বাবা-মায়ের প্রতিও আন্তরিক নয়। আন্তরিক হলে কখনোই এমন অপরাধ করত না। এমন কাজ যারা করে তাদের বেঁচে থাকার অধিকারই নেই।’

মিয়াঁদাদ মনে করেন, বিপুল অর্থ পাওয়ার সুযোগ থাকে বলে এমন অপরাধে যুক্ত হওয়ার সুযোগ মানুষের সামনে বেশি থাকে।আর এ কারণেই ম্যাচ গড়াপেটায় যুক্ত ক্রিকেটারদের ছাড় দিতে নারাজ তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

আইসিসিকে ভারতের পাল্টা হুমকি

বিশ্বকাপের ম্যাচ ‘ইচ্ছা করে হেরেছিল’ ধোনি

আইসিসি ক্রিকেটকে শেষ করে দিচ্ছে: শোয়েব

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর