Scores

আসিফ আলির মেয়ের অকাল মৃত্যু

পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলির মেয়ে গত কয়েক মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু সেই যুদ্ধে হেরে যেয়ে রবিবার (১৯ মে) পৃথিবী থেকে বিদায় নিয়েছে মেয়েটি। মেয়ে যখন মৃত্যুর সাথে লড়ছিল, তখন বাবা আসিফ ইংল্যান্ডে ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন।

আসিফ আলি

বিশ্বকাপের জন্য পাকিস্তানের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন না আসিফ। তবে আইসিসির নিয়মানুযায়ী ২৩ মে পর্যন্ত দল পরিবর্তন করার সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে টেনেছে পাকিস্তান। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। একদশে ছিলেন আসিফ। ব্যাট হাতে দলের পক্ষে তিনি করেন ১৭ বলে ২২ রান। তবে ম্যাচটি ৫৪ রানে হেরেছে তার দল।

আসিফ যখন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যস্ত ছিলেন, তখন যুক্তরাষ্ট্রে জীবনের অন্তিম মূহুর্ত পার করছিল তার মেয়ে। শেষ বারের মতো মেয়ের মুখটিও দেখতে পারেননি তিনি।

Also Read - ফিরে দেখা: ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ


গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে মেয়েটির। অপরদিকে, এই সময়েই দেশের হয়ে বিভিন্ন প্রান্তে খেলে বেড়াচ্ছেন আসিফ। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছেও আসিফ তার মেয়ের অসুস্থতার সংবাদ রেখেছিলেন। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ ডিন জোন্সকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই ইস্যুতে।

নিজেকে নিয়ন্ত্রণে রেখে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়া বাবা আসিফ সকলের শ্রদ্ধা পাওয়ার দাবিদার। বিডিক্রিকটাইমের  পক্ষ থেকে আসিফ ও তার পরিবারের জন্য রইলো সমবেদনা। মহান আল্লাহ তার মেয়েকে জান্নাতবাসী করুন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিপ্লবের ওপেনিংয়ে নামার কারণ জানালেন ফস্টার

পিএসএলে খেলোয়াড়ের কন্যা মৃত্যুপথযাত্রী, কান্নায় ভেঙ্গে পড়লেন কোচ