SCORE

আয়ারল্যান্ডে অভিভাবক-সান্নিধ্যে নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর শেষ হয়েছে কেবল রোববার। ২-১ ব্যবধানে সিরিজ জিতে এই আয়ারল্যান্ড সফরে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের নারীরা। যদিও অপ্রত্যাশিতভাবে সিরিজের শেষ ম্যাচে হেরে যেতে হয়েছে রেকর্ড গড়া সংগ্রহ নিয়েও।

আয়ারল্যান্ডে-অভিভাবক-সান্নিধ্যে-নারী-দল
আয়ারল্যান্ডে বোর্ড সভাপতি সাথে ক্রিকেটাররা। ছবিঃ সংগৃহীত

তবে এই সফরে মাঠের খেলার বাইরেও স্মরণীয় এক মুহূর্ত পেয়েছেন সালমা-রুমানারা। তাদের অভিভাবক তথা দেশের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপনের সান্নিধ্য পেয়েছেন সুদূর আয়ারল্যান্ডে থেকেই। ব্যস্ত বোর্ড সভাপতির কাছ থেকে সময় পাওয়া যেখানে ক্রিকেট সংশ্লিষ্টদের সৌভাগ্য, সেখানে আয়ারল্যান্ড সফররত নারী দলের ক্রিকেটাররা একসাথে রাতের খাবার খেয়েছেন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বার্ষিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এখন অবস্থান করছেন আয়ারল্যান্ডে। একই সময়ে স্বাগতিকদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে সেখানে ছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। সদ্য এশিয়া কাপ জেতা দলটি আইরিশদের বিপক্ষেও করেছে ভালো পারফরম্যান্স। বোর্ড সভাপতি তাই কন্যা-তুল্য মেয়েদের উপর স্বভাবতই ছিলেন খুশি। মেয়েরাও তো ‘পিতা’র স্নেহ পেতেই পারেন! আর সেজন্যই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে বোর্ড সভাপতির নৈশভোজ।

Also Read - বিজয়কে 'এ' দলে নেবার কারণ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সেই সাথে রচিত হয় ইতিহাসও। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি সিরিজ জয় থাকলেও টি-২০’তে এটিই ছিল বাঘিনীদের প্রথম সিরিজ জয়।

তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হয় সালমা খাতুনের দলকে। রোমাঞ্চকর ম্যাচে এদিন শেষ বলে গড়ায় খেলা, আর তাতে ম্যাচ জিতে নেন আইরিশ নারীরা। প্রথমে ব্যাট করে ১৫১ রান সংগ্রহ করে অবশ্য নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তবে গ্যাবি লুইস আর লরা ডেলানির ব্যাটে চড়ে হোয়াইটওয়াশ এড়িয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আরও পড়ুনঃ রুদ্ধশ্বাস ম্যাচে সিরিজের প্রথম হার টাইগ্রেসদের

Related Articles

সমতা আনলো আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান

রশিদ-মুজিবের ঘূর্ণিতে সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান

আফগানিস্তান সিরিজের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের শক্তিশালী দল