Scores

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ স্থগিত

মে মাসে আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং ইংল্যান্ডে আইরিশদের মোকাবেলা করার কথা ছিল বাংলাদেশের। প্রকাশিত হয়েছিল সফরের সূচিও। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারণে দুই দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট আয়ারল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতিতে এই সিরিজ স্থগিত রাখা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেট আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের ‘শেষ ম্যাচে’ ফুরফুরে বাংলাদেশ

আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে কোনো পেশাদার ক্রিকেট না আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। তাই বাংলাদেশের আয়ারল্যান্ড সফরে অনিশ্চয়তার মেঘ ছিল বেশ কিছুদিন ধরে। সূচি অনুসারে ১৪ মে থেকে আয়ারল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের ওয়ানদে সিরিজ এবং ২২ মে থেকে ইংল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Also Read - লোভী ও নির্মম জাতি আমরা : রুবেল


ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, “পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর মাত্রা বোঝার পর এবং সরকার ও অংশীদার বোর্ডের (ইংল্যান্ড) পরামর্শ চাওয়ার পর, সূচি অনুসারে এ সিরিজ না আগানোর সম্ভাবনা বাড়ছিল। ক্রিকেটার, কোচ, সমর্থক এবং বৃহত্তর সমাজের সুরক্ষা করার একটা দায়িত্ব আমাদের আছে।”

করোনা থেকে নিরাপদে থাকাটাই এখন প্রাধান্যের দিক দিয়ে সবচেয়ে আগে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন,  ” আমরা সামনের দিনগুলোতেও নিরাপত্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আমাদের কার্যক্রম চালাতে কোনো দ্বিধা করব না।”

সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে এবং সেই ভিত্তিতেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ধন্যবাদ জানিয়েছেন বিসিবিকেও।

তিনি বলেন,  “স্থগিত করার সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যখন ভবিষ্যতে নিশ্চয়তা পাব তখন নতুন তারিখ ঠিক করার জন্য একসাথে কাজ করব।”

২০১৯ সালে আয়ারল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ এ ত্রিদেশীয় সিরিজ জিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো বহুজাতিক টুর্নামেন্টে  প্রথম শিরোপা জেতার স্বাদ পায় টাইগাররা। ২০১৭ সালেও আয়ারল্যান্ড সফর করেছিল বাংলাদেশ।

Related Articles

অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তায় বিসিবি

ইংল্যান্ডের চার ভেন্যুতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাতিল করলো আয়ারল্যান্ড

“বিশ্বকাপে শক্ত দল হিসেবেই যাবে বাংলাদেশ”

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ