Scores

ইংল্যান্ডকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

করোনাভাইরাসের প্রভাব বাড়ার কারণে সব ধরণের ক্রিকেট আপাতত স্থগিত করেছে সকল ক্রিকেট বোর্ড। তবে এর মাঝে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

করোনায় বিপাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ছবিঃ এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মাঝপথেই দুই দলের সিরিজটি স্থগিত করে দেশে ফিরেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। মূলত করোনাভাইরাসের প্রভাব বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় ইসিবি। ফলে পরবর্তীতে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দুই বোর্ড। তবে এটির প্রভাব শুধু এশিয়া উপ-মহাদেশেই নয় বিশ্বের ১৪০টিরও বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাসটি।এই বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল ইংল্যান্ডের। কিন্তু যুক্তরাজ্যে করোনারভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সিরিজটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ইসিবি। ইংল্যান্ডের এই কঠিন মুহূর্তে বোর্ডটির পাশে এসে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

Also Read - ব্যাটিং কোচের সম্ভাব্য তালিকায় বাঙ্গার একা নন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করার প্রস্তাব দেয় তারা। শুধু তাই নয় পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। ফলে সেসব সিরিজও ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করার প্রস্তাব দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ক্রিকইনফোকে জানান,

“আমরা ইসিবিকে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজে আয়োজনের প্রস্তাব দিয়েছি। টিভি সম্প্রসার স্বত্ব ও বাণিজ্যিক আয়ের দিকগুলো ইসিবিরই থাকবে। আমরা এই পরিস্থিতির সুবিধা নিতে চাচ্ছি, বিষয়টা এমন না। এই সময়টা সবার জন্যই কঠিন। এই সময়টায় একে-অপরের দিকে সাহায্যেরে হাত বাড়িয়ে দেওয়া উচিত।”

উল্লেখ্য, ইসিবিকে নিজেদের মাটিতে সিরিজটি আয়োজনের প্রস্তাব দিলেও জুলাইয়ে নিউজিল্যান্ড এবং জুলাই-আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

প্রোটিয়া সিরিজ আমার ভাগ্য নির্ধারণ করবে না : মিসবাহ

অজি বধের নায়ক সিরাজ-সুন্দরদের ‘মাহিন্দ্রা’র উপহার

পাখিদের খেতে দিয়ে বড় বিপাকে ধাওয়ান

জোড়া সেঞ্চুরির ম্যাচে রহমতে ম্লান স্টার্লিং, সিরিজ জিতল আফগানিস্তান

চট্টগ্রাম টেস্টের স্মৃতি নিয়ে ক্যারিয়ারের ‘শেষ’ দেখছেন ম্যাক্সওয়েল