Scores

ইংল্যান্ডের ওয়ানডে দলে যুক্ত হলেন রয়

চোটের কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে পড়া জেসন রয় ফিরেছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে এই তারকা ওপেনারকে দলভুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

চোট নিয়ে ছিটকে গেলেন রয়এছাড়াও পরিবর্তন এসেছে ওয়ানডে স্কোয়াডের রিজার্ভ বেঞ্চে। টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে রিজার্ভ খেলোয়াড় হিসেবে যুক্ত করা হয়েছে ডেভিড মালানকে। তাতে দলের সঙ্গ ছেড়ে কেন্টের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গেছেন রিজার্ভ তালিকায় থাকা জো ডেনলি।

Also Read - টেস্টে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন বিপ্লব

চোটের কারণে শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি সীমিত ওভারে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। তবে ওয়ানডে সিরিজে বিশ্বকাপজয়ী অধিনায়কের ফেরার সম্ভাবনা রয়েছে। চোট কাটিয়ে উঠেছেন মার্ক উডও। শেষ টি-টোয়েন্টির আগে বায়ো বাবল ছেড়ে পরিবারের কাছে ছুটে গেলেও ওয়ানডে সিরিজে জস বাটলারেরও যুক্ত হওয়ার কথা রয়েছে।

ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘ক’রোনা নেগেটিভ ফলাফল নিয়ে জস ম্যানচেস্টারে আমাদের দলে সাথে যুক্ত হবে। তাকে আমরা ওয়ানডে সিরিজে পাওয়ার আশা করছি। মরগানের হাতের চোট সেরে ওঠার পথে, উডও ফিট হয়ে উঠছে। মালানকে দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রয় ফিট থাকায় তাকে সরাসরি মূল দলেই নেওয়া হয়েছে।


একনজরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের স্কোয়াড-

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস ও মার্ক উড।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

টেস্ট ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ ভিন্ন দুই স্কোয়াড

সর্বোচ্চ রেটিং পেলো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচগুলো

চট্টগ্রাম টেস্টের স্মৃতি নিয়ে ক্যারিয়ারের ‘শেষ’ দেখছেন ম্যাক্সওয়েল

এবার পুরো অস্ট্রেলিয়া দলের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ অশ্বিনের

পুকোভস্কি-গ্রিনরা প্রাইমারি স্কুলের ক্রিকেটার!