Scores

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে চমক

দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টেস্ট সিরিজ হার দিয়ে শুরু করেও পরের তিন ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড। সেই দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার মিশনে নামবে ইংলিশরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জো রুটকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের ১৬ সদস্যের দল।

বিশাল ব্যবধানের জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

একবছর পরে জাতীয় দলে ফিরলেন বেন ফোকস ও কিটোন জেনিংস। এই দুইজনই সর্বশেষ ইংল্যান্ডের পক্ষে মাঠে নেমেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। অবশ্য শ্রীলঙ্কার মাটিতে তাদের পরিসংখ্যান দুর্দান্ত। ২০১৮ সালে শ্রীলঙ্কা সফর দিয়ে অভিষেক হয়েছিল বেন ফোকসের। ৬৯.২৯ ব্যাটিং গড়ে সেই সিরিজে ২৭৭ রান সংগ্রহ করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জেনিংস সেই সিরিজে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

Also Read - 'বয়স লুকিয়েছেন' আকবর আলীরা!


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সাদা পোশাকে ফর্মহীনতায় ভুগছেন। এছাড়া জেমস অ্যান্ডারসনকে রাখা হয়েছে বিশ্রামে। আর জফরা আর্চার যে খেলতে পারবেন না সেটা তো আগেই নিশ্চিত হয়েছিল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৯ মার্চ, গলে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৭-৩১ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াড: জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ-অধিনায়ক), ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, কিটোন জেনিংস, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলে, ক্রিস ওকস, মার্ক উড।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করে নিন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে সিদ্ধান্তহীনতায় আইসিসি

বিশাল ব্যবধানের জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

বাংলাদেশ সফর নিয়ে চিন্তিত ল্যাঙ্গার

স্মিথের মুক্তির পরেও পেইন-ই থাকবেন অধিনায়ক!

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা