ইংল্যান্ডে কোচ হলেন শেন ওয়ার্ন
খেলোয়াড়ি জীবনে যেন ইংল্যান্ডের ‘দুশমন’ ছিলেন তিনি। অ্যাশেজের মত দ্বিপাক্ষিক লড়াই এলে অস্ট্রেলিয়ার হয়ে একাই মুখ চলত শেন ওয়ার্নের। অথচ সেই ক্রিকেট কিংবদন্তীই কিনা এবার ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন ক্যারিয়ারের জন্য!
বলা বাহুল্য, খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর কোচিং ক্যারিয়ারেই মনোযোগ দিয়েছেন ওয়ার্ন। ইংল্যান্ডে তিনি কোচের কাজ করতেই যাচ্ছেন। আলোচিত ১০০ বলের ক্রিকেট আসর দ্যা হানড্রেড টুর্নামেন্টে তিনি লন্ডনের দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই টুর্নামেন্টে ওয়ার্ন তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ হিসেবে সুযোগ পেয়েছেন ওয়ার্ন। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সাইমন ক্যাটিচের পর ইংল্যান্ডে ইসিবি কর্তৃক কোচ হিসেবে নিয়োগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ওয়ার্ন।
তিনি বলেন, ‘লর্ডস কেন্দ্রিক হান্ড্রেড দলের প্রধান কোচ হতে বলায় আমি অত্যন্ত আন্দিত ও গর্বিত। নতুন ধরনের একটি টুর্নামেন্টে কোচ হওয়ার সুযোগ পেয়ে এবং আধুনিক খেলোয়াড়দের সঙ্গে কাজ করা এমন একটি বিষয় যা সত্যিই আমার জন্য উপভোগ্য হবে। এ চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। দ্য হান্ড্রেড ধারণাটা আমার বেশ পছন্দ এবং আইপিএলের মতো একইভাবে এটা আমার নজর কেড়েছে।’
প্রসঙ্গত, দ্যা হানড্রেড হিসেবে খ্যাত টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে মোট ৮টি দল। প্রতিটি ম্যাচে একেকটি দলের ইনিংসে বল করা হবে ১০০টি করে। লর্ডস বা লন্ডন ছাড়াও আসরের অনু দলগুলো দক্ষিণ লন্ডনের ওভাল, ম্যানচেস্টার, লিডস, বার্মিংহাম, নটিংহাম, কার্ডিফ ও সাউদাম্পটন এলাকাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে কাজ করেছিলেন ওয়ার্ন।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।