Scores

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তামিম

দীর্ঘদিন ভুগতে থাকা পেটের অসুস্থতার জন্য লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

অনেকদিন ধরেই পেট ব্যথার সমস্যায় ভুগছিলেন দেশসেরা ওপেনার এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম। পেটব্যথার সমস্যা নিয়ে এতদিন দেশীয় ডাক্তারের শরাপন্ন হয়েছিলেন তামিম। তবে দেশের ডাক্তাররা তার পেট ব্যথা এবং হজম সমস্যার কারণ খুঁজে পাননি। শুধু তাই নয় এ মাসেই তিনবার এ সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেশসেরা এ ওপেনারকে।

Also Read - ২৬ বছরের অপেক্ষা ঘুচালেন কেমার রোচ


অবশেষে আজ সকাল ১১টা ১০ মিনিটে এমিরেটসের এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন তামিম। সেখানে স্বেচ্ছায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। তারপর করোনা টেস্টে নেগেটিভ আসলে সেখানকার ডাক্তারের চিকিৎসা নিতে পারবেন তিনি।

গত একমাসে তীব্র পেট ব্যথার সমস্যায় ভোগা তামিম, দেশের ডাক্তারদের পরামর্শ নিয়ে বেশ কয়েকবার টেস্ট করিয়েছিলেন তবে টেস্ট করিয়েও ধরতে পারেননি তার মূল সমসা। এছাড়াও তাকে পরামর্শ দেওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু করোনাভাইরাসের চলমান প্রকোপের কারণে সেই ঝুঁকি নিতে চাননি এ ক্রিকেটার।
দীর্ঘদিন ভুগতে থাকা পেট ব্যথার উন্নত চিকিৎসা নেওয়ার জন্য শুরুতে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড যাওয়ার চিন্তা করেন তামিম। কিন্তু করোনাচর কারণে বিভিন্ন দেশে যাতায়াতে সমস্যা রয়েছে। যার কারণে যেতে পারেননি তামিম। পরবর্তীতে লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিও বার্তায় যোগাযোগ করে সেখানেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তামিম।

উল্লেখ্য, এমিরেটসের ফ্লাইটে প্রথমে দুবাই যাবেন তামিম। সেখান থেকে যাত্রা বিরতি নিয়ে লন্ডনের উদ্দেশে উড়াল দিবেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

এলপিএলের নিলামে সাকিবসহ ‘৫’ বাংলাদেশি

যে কারণে আইপিএল দল পান না তামিম-মুশফিকরা

এক হাতে বীরত্বমাখা আখ্যান

তামিমের চোখে সিডন্সই সেরা কোচ

শেবাগের সাথে নিজের তুলনায় নারাজ তামিম