Scores

আয়ারল্যান্ড সিরিজের ইংল্যান্ড দলে চমক টপলি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে ২৪ সদস্যের দল ঘোষণা করলেও সিরিজ শুরুর প্রাক্বালে দল চূড়ান্ত করে সদস্য সংখ্যা ১৪ জনে কমিয়ে আনা হয়েছে।

আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণাদলের নেতৃত্বে রয়েছেন যথারীতি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। নিয়মিত সহ-অধিনায়ক জস বাটলার দলের বাইরে থাকায় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মঈন আলী।

Also Read - স্টোকসের ‘পাশে বসানোর মতো’ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন দুই পেসার ডেভিড উইলি ও রিস টপলি। উইলি ২০১৯ ও টপলি ২০১৬ সালে শেষবার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এছাড়া ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়া জো ডেনলি।

বাটলার ছাড়াও এই সিরিজে বিশ্রামে থাকছেন টেস্টে ঘাম ঝরানো বেন স্টোকস, ক্রিস ওকস, জো রুট, জফরা আর্চার ও মার্ক উডের মত তারকারা। ইংলিশদের প্রধান কোচ ক্রিস সিলভারউড টেস্ট দল নিয়ে ব্যস্ত থাকায় ওয়ানডে দলকে কোচিং করাবেন পল কলিংউড।


একনজরে ইংল্যান্ড স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যানটন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি।

একনজরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি 

ম্যাচদিনতারিখভেন্যু
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড প্রথম ওয়ানডেবৃহস্পতিবার৩০ জুলাইঅ্যাজেস বোল
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডেশনিবার১ আগস্টঅ্যাজেস বোল
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডেসোমবার৩ আগস্টঅ্যাজেস বোল

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

ফাওয়াদের সেঞ্চুরিতে লিড পেল পাকিস্তান

বুকে ব্যথা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি সৌরভ

জুয়ার ওয়েবসাইট দেখাচ্ছে করাচি টেস্ট, দুশ্চিন্তায় পিসিবি

‘প্লেয়ার অব দ্যা মান্থ’ খেতাব চালু করল আইসিসি

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন আরব আমিরাতের দুই ক্রিকেটার