Scores

ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন বিলিংস

ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংসের বিশ্বকাপ খেলার স্বপ্ন মিশে গেছে ধুলোর সাথে। অনাকাঙ্ক্ষিত ইনজুরির কারণে এই ক্রিকেটার ৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন।

বিশ্বকাপ খেলা হচ্ছে না বিলিংসের
একই ফ্রেমে স্যাম বিলিংস ও বেন ফক্স। ফাইল ছবি

২৭ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের আসন্ন দুটি সীমিত ওভারের ম্যাচের দলে ডাক পেয়েছিলেন। বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও এই দুই ম্যাচে ভালো করতে পারলে পাকিস্তান সিরিজের বাকি অংশের দরজা খুলে যেতে পারত বিলিংসের জন্য, আর সেই অংশে ভালো করলে হয়ত ডাক পেতেন বিশ্বকাপেও।

 

Also Read - ধোনি ভুল, তবে শুদ্ধ অশ্বিন!


তবে কাঁধের চোটের কারণে তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। শুধু তা-ই নয়, বিলিংসকে মাঠের বাইরে থাকতে হবে দীর্ঘ সময়, প্রায় ৫ মাস।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কেন্ট লিগে ওয়ানডে কাপ খেলতে গিয়ে চোট পান এই ক্রিকেটার। পরে জানা যায়, তার কাঁধের হাড় সরে গেছে যার চিকিৎসা সম্পন্ন করে ক্রিকেট মাঠে ফিরতে ৫ মাস সময় লাগবে।

এদিকে বিলিংসের চোটে কপাল খুলে গেছে বেন ফোকসের। ২৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আয়ারল্যান্ডের বিপক্ষে সফরকারীদের একমাত্র ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দলে থাকার সুযোগ পেয়েছেন বিলিংসের বদলি হিসেবে। ‘আহামরি ভালো’ করতে পারলে তার জন্যও খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা, কেননা ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ পাচ্ছে দলগুলো।

 

প্রসঙ্গত, আগামী ৩ মে ডাবলিনে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ৫ মে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, নেই স্টোকস-বাটলার

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

ক্রিকেট মাঠে ফেরায় টুইটারে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস