Scores

ইংল্যান্ড-পাকিস্তান শেষ টেস্টে ‘চিরায়ত নিয়মে’ পরিবর্তন

বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ঠিকমত মাঠেই গড়াতে পারেনি। আলোক স্বল্পতার শঙ্কা আছে সিরিজের শেষ ম্যাচেও। তবে খেলা যথাসম্ভব বাধাহীন রাখতে একটি নিয়মই বদলে ফেলেছে ইংল্যান্ড, আইসিসিও দিয়েছে অনুমোদন। 

ইংল্যান্ড পাকিস্তান টেস্ট

বাজে আবহাওয়া থাকলেও খেলা যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তাই আইসিসি ইংল্যান্ড-পাকিস্তান তৃতীয় টেস্ট নির্ধারিত সময়ের আগেই শুরুর অনুমতি দিয়েছে। ম্যাচ শুরুর আগেই এমন সিদ্ধান্তের ঘটনা বিরল। এর ফলে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ শুরুর চিরায়ত ক্ষণটাই বদলে যেতে পারে।

Also Read - এবার পাকিস্তানের বিরুদ্ধেই লড়বেন আজহার মাহমুদ


সাধারণত ইংল্যান্ডে টেস্ট ম্যাচগুলো শুরু হয় স্থানীয় সময় সকাল এগারোটায়। একেই তাই ধরা হয় আদর্শ সময় বা প্রথা। তবে সাউদাম্পটনে শেষ টেস্টে আবহাওয়া খেলায় প্রতিরোধ সৃষ্টি করলে পরদিন সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরু করার অনুমোদন দিয়েছে আইসিসি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ম্যাচ চলাকালে প্রকৃতির বাধায় খেলায় বিঘ্ন ঘটলে পরদিন আধঘণ্টা আগে খেলা শুরুর দৃশ্য দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগেই সময় এগিয়ে নেওয়ার এমন দৃষ্টান্ত খুব একটা দেখা যায়নি। সাউদাম্পটনের অ্যাজেস বোল মাঠেই গড়িয়েছিল সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে বৃষ্টির চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আলোক স্বল্পতা।


আলোক স্বল্পতার কারণে এই ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। তৃতীয় ইনিংস আলোর মুখ দেখেনি। ইংল্যান্ডের আয়োজিত টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে ছোট ম্যাচ। টেস্টের মত মর্যাদাপূর্ণ ফরম্যাটে প্রকৃতির কারণে এমন নিস্তব্ধতা পছন্দ হয়নি কারও। তাই অনেকেই আইসিসির কাছে আলোক স্বল্পতায় খেলা বন্ধের নিয়মের সংশোধন ও পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। আইসিসি ও ইসিবি অবশ্য আপাতত শুধু ম্যাচ শুরুর সময়ই বদলেছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ফাইনালের একাদশ ঘোষণা করল ভারত

বিনাশ্রমেই সিংহাসন পুনরুদ্ধার করলেন স্মিথ

টিভিপর্দায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ

আইপিএলের জন্য আইসিসির প্রস্তাবে রাজি বিসিসিআই