Scores

ইংল্যান্ড বিশ্বকাপ দল থেকে বাদ হেলস

বিতর্কের জন্ম দেওয়া ইংলিশ ক্রিকেটার জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ড্রাগ নেওয়ার অভিযোগে ২১ দিনের নিষেধাজ্ঞা ভোগ করা এই ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর হুট করে বিতর্কের জন্ম দেন।

ইংল্যান্ড বিশ্বকাপ দল থেকে বাদ হেলস

সোমবার (২৯ এপ্রিল) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষে থেকে হেলসের ব্যাপারে এই সিদ্ধান্ত জানানো হয়।

Also Read - বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের!


 

ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যাশলে গিলস বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে ভেবেছি। দলের সঠিক পারিপার্শ্বিক পরিবেশ বজায় রাখার জন্য অনেক চিন্তা শ্রম দিতে হয়েছে আমাদের, খেলোয়াড়রা কোনো ক্ষোভ না রেখে পিচে নিজেদের কাজ ঠিকমত করছে তা নিশ্চিত করার জন্য।’

গত কয়েকদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের ছুটি নেন হেলস। এর কয়েকদিন পরই ফের ফেরেন ক্রিকেটে। ফেরার পরদিনই জানা যায়, আমোদের সময় ড্রাগ গ্রহণ করে ডোপ টেস্টে ইতিবাচক হয়েছেন তিনি যার ফলে ভোগ করছেন ২১ দিনের নিষেধাজ্ঞা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় ঘরোয়া দল নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে নামা হয়নি হেলসের। ড্রাগ নেওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর জানা যায়, হেলস চাইলেও নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে নামতে পারতেন না। ২১ দিনের এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তিনি ছয়টি সাদা বলের প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন না।

 

বেন স্টোকসের সাথে বিতর্কের জন্ম দিয়ে এর আগেও একবার নিষিদ্ধ হয়েছিলেন হেলস। একইসাথে তাকে গুনতে হয়েছিল সাড়ে ১৭ হাজার পাউন্ডের মত বড় অঙ্কের জরিমানা।

তবে এবারের নিষেধাজ্ঞা নিশ্চয়ই বেশি ‘বেদনাবিধুর’ হয়ে থাকবে তার কাছে। এই নিষেধাজ্ঞার কারণেই তো হাতছাড়া হচ্ছে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পিএসএলে নিম্নমানের খাবার দেখে হেলসের মশকরা

মধ্যরাতে হেলসের এই ম্যাসেজেই বন্ধ হয়ে যায় পিএসএল

আইসোলেশনে ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক্স হেলস

বিপিএল নয় বিগ ব্যাশ’কে বেছে নিলেন হেলস

“দলের আস্থা ভঙ্গ করেছেন অ্যালেক্স হেলস”